মীরপুর, 24 ডিসেম্বর: তৃতীয় দিনের শেষ 1 ঘণ্টায় 145 রান তাড়া করতে নেমে বিপাকে ভারতীয় দল ৷ ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট এমনই পরিস্থিতিতে ৷ যেখানে 145 রান তাড়া করতে নেমে 4 উইকেট হারিয়েছে ভারত ৷ স্কোর বোর্ডে ভারতের রান 45 (India in Trouble After Losing 4 Wickets for 45 Runs)৷ চতুর্থদিনে ভারতকে আরও 100 রান করতে হবে, হাতে রয়েছে 6 উইকেট ৷ তৃতীয় দিন সকালে বাংলাদেশ ওপেনাররা 80 রানে পিছিয়ে থেকে খেলা শুরু করেন ৷ কিন্তু, ভারতীয় স্পিনারদের দাপটে 231 রানে শেষ হয়ে যায় বাংলা টাইগারদের ইনিংস ৷
এদিন বাংলাদেশের হয়ে ওপেনার জাকির হাসান 51 এবং লোয়ার মিডল অর্ডারে লিটন দাস 73 রান করেন ৷ সঙ্গে 31 রানের ইনিংস খেলেন দুই নুরুল হাসান এবং তাসকিন আহমেদ ৷ এই 4 জনের ব্যাটে ভর করে বাংলাদেশ 231 রানে পোঁছয় ৷ এদিন দিনের শুরুতেই বাংলাদেশের প্রথম উইকেটটি নেন রবিচন্দ্রন অশ্বিন ৷ তিনি 2 উইকেট নিয়েছেন ৷ অক্ষর প্যাটেল 3 উইকেট পেয়েছেন ৷ মহম্মদ সিরাজ 2টি এবং উমেশ যাদব ও জয়দেব উনাদকট 1টি করে উইকেট পেয়েছেন ৷
তৃতীয় দিনের শেষ 1 ঘণ্টা ভারতকে ব্যাট করতে হত ৷ কিন্তু, শের-ই-বাংলার ঘূর্ণির জালে ভারতীয় টপ অর্ডারকে ফাঁসান অধিনায়ক শাকিব আল হাসান এবং মেহিদি হাসান মিরাজ ৷ শাকিব কেএল রাহুলকে (2) আউট করেন ৷ বাকি শুভমান গিল (7), চেতেশ্বর পূজারা (6) এবং বিরাট কোহলি (1)-র উইকেট নেন মেহিদি হাসান মিরাজ ৷ এই মুহূর্তে ভারতের হয়ে ক্রিজে রয়েছেন 2 নাইট ওয়াচম্যান অক্ষর প্যাটেল এবং জয়দেব উনাদকট ৷