ঢাকা, 7 ডিসেম্বর: 69 রানে 6 জন ব্যাটার প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর একশো হবে কি না, চিন্তায় ছিল বাংলাদেশ ৷ খেলা ঘোরালেন মেহিদি হাসান মিরাজ ৷ প্রথম ম্যাচের রেশ ধরে দ্বিতীয় একদিনের ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন স্পিনিং অলরাউন্ডার ৷ 50 ওভার শেষে বাংলাদেশ 7 উইকেট হারিয়ে 271 রান তুলল ভারতের বিরুদ্ধে (Bangladesh Get 271 Runs Against India) ৷ মাহমুদুল্লাহ রিয়াদ এবং একদিনের ক্রিকেটে প্রথমবার সেঞ্চুরি করা মেহিদি হাসান মিরাজের (Mehidy Hasan Miraz Gets Maiden Century) ব্যাটের ভর করে ভারতকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা ৷ মাহমুদুল্লাহ 96 বলে 77 রান করেছেন ৷ আর প্রথম ম্যাচে অপরাজিত 49 রানের পর, আজও 83 বলে 100 রানে অপরাজিত থাকলেন মেহিদি হাসান মিরাজ ৷
এদিন শুরুটা ভালোই করেছিলেন ভারতীয় বোলাররা ৷ শুরুতেই আনামুল হক (11)-কে আউট করে বাংলাদেশকে ঝটকা দেন মহম্মদ সিরাজ ৷ এরপর ভারতীয় পেস বোলিংয়ের সামনে সেভাবে রান তুলতে পারেনি বাংলা টাইগাররা ৷ 10 নম্বর ওভারে ফের সিরাজ জ্বলে ওঠেন ৷ অধিনায়ক লিটন দাস (7)-কে বোল্ড করেন সিরাজ ৷ এখান থেকেই একে একে উইকেটে পতন শুরু হয় ৷ নাজমুল হোসেন শান্ত (21), সাকিব আল হাসান (8), মুশফিকুর রহিম (12) এবং আফিফ হোসেন (0) একের পর এক উইকেট হারায় বাংলাদেশ ৷