চট্টগ্রাম, 18 ডিসেম্বর: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে জয় ভারতের ৷ 188 রানে শাকিব আল হাসানের বাংলাদেশকে হারালেন কেএল রাহুলরা (India Win Against Bangladesh by 188 Runs) ৷ বাংলাদেশের ইনিংস 324 রানে গুটিয়ে যায় ৷ এদিন সকালে প্রথম 1 ঘণ্টার মধ্যেই বাংলাদেশের 4 উইকেট তুলে নেয় ভারত ৷ দিনের প্রথম উইকেটটি নেন মহম্মদ সিরাজ ৷ এর পর কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল বাংলাদেশের টেল এন্ডারদের দ্রুত ফিরিয়ে দেন ৷ এদিন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান অর্ধশতরান করেন ৷ তিনি 108 বলে 84 রান করে কুলদীপ যাদবের (Kuldeep Yadav) শিকার হন ৷ ম্যাচের সেরা হয়েছেন কুলদীপ ৷
চতুর্থ দিনের শেষে 6 উইকেটে 272 রানে শেষ করেছিল বাংলাদেশ ৷ প্রথম টেস্টের পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য 4 উইকেট প্রয়োজন ছিল ৷ এদিন সকালে শুরুতেই মেহিদি হাসান মিরাজকে 13 রানে ফেরান মহম্মদ সিরাজ ৷ এর পর বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন ৷ তিনি ভারতীয় বোলারদের বিরুদ্ধে প্রতি আক্রমণে যান ৷ তবে, তাঁর আক্রমণাত্মক ভঙ্গি বেশিক্ষণ স্থায়ী হয়নি ৷ কুলদীপ যাদবের গুগলিতে সুইপ শট খেলতে গিয়ে বোল্ড হন শাকিব ৷ পরবর্তী সময়ে মাত্র 4 রানের মধ্যে বাকি 2 উইকেট তুলে নেন ভারতীয় স্পিনাররা ৷
প্রসঙ্গত, এই টেস্টে কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করেন শুভমান গিল ৷ দ্বিতীয় ইনিংসে 152 বলে 110 রান করেন ৷ অন্যদিকে, 52 ইনিংস পর এই টেস্টে জাতীয় দলের হয়ে সেঞ্চুরি করলেন চেতেশ্বর পূজারা ৷ পাশাপাশি, প্রথম ইনিংসেও 90 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি ৷ প্রথম ইনিংসে ভারতের হয়ে 86 রান করেন শ্রেয়স আইয়ার ৷ রবিচন্দ্রন অশ্বিন 58 রান করেন ৷