ঢাকা, 3 ডিসেম্বর: রবিবার ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে নামছে ভারত (BAN vs IND 1st ODI) ৷ যে সিরিজের শুরুর আগে ভারতীয় দলের প্রস্তুতি নিয়ে সাংবাদিক বৈঠক করলেন অধিনায়ক রোহিত শর্মা ৷ 'হিটম্যান' জানালেন, প্রতিপক্ষ বাংলাদেশকে কোনওমতেই হালকাভাবে নিচ্ছে না ভারতীয় দল ৷ 2014 সালে শেষবার বাংলাদেশে একদিনের সিরিজ খেলেছিল ভারত (Bangladesh vs India) ৷ সেবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথমবার বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ 2-1 ব্যবধানে হেরেছিল ভারত ৷
প্রসঙ্গত, এদিন কাঁধের চোটের কারণে একদিনের সিরিজ থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami) ৷ তাঁর জায়গায় ভারতীয় স্কোয়াডে ঢুকেছেন উমরান মালিক ৷ এদিন বিসিসিআই সচিব জয় শাহ প্রেস বিজ্ঞপ্তি জারি করেছেন ৷ সেখানেই জানানো হয়েছে, অনুশীলন চলাকালীন ভারতীয় পেসারের কাঁধে চোট লাগে ৷ সেই কারণে, তিনি বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের মধ্যে দিয়ে যাবেন ৷
2014 সিরিজ হারের প্রসঙ্গও এদিন উঠে আসে রোহিতের সাংবাদিক বৈঠকে ৷ রোহিত বলেন, ‘‘শেষবার 2014 সালে বাংলাদেশের বিরুদ্ধে আমরা সিরিজ হেরেছিলাম ৷ ফলে বাংলাদেশ দল হিসেবে খুবই ভালো ৷ তাই তাদের হারাতে আমরা নিজেদের সেরা ক্রিকেটটা খেলব ৷’’ পাশাপাশি, এই মুহূর্তে প্রতিপক্ষের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার নেই, যাঁরা শেষবার বাংলাদেশ সিরিজে ভারতের বিপক্ষে ছিল ৷ যা নিয়ে রোহিত বলেন, ‘‘পুরনো যাঁরা ছিলেন, তাঁরা যে খুব ভালোমানের ক্রিকেটার ছিলেন, সে বিষয়ে সন্দেহ নেই ৷ কিন্তু তাঁদের ছেড়ে যাওয়া জায়গায় নতুনরা এসে নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছেন ৷’’
আরও পড়ুন:নজির গড়ে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে 657 রানে থামল ইংল্যান্ড, প্রত্যাঘাত পাকিস্তানের
তবে, প্রতিপক্ষ হিসেবে এর কোনও সুবিধা ভারত পাবে না বলেই মনে করেন রোহিত ৷ কারণ, পুরনো ক্রিকেটারদের খেলার ধরন সম্পর্কে যদিও বা ধারণা করা যায় ৷ নতুনদের খেলা সম্পর্কে জানতে আরও বেশি সময় লাগবে ৷ সেক্ষেত্রে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ভারতকে ৷ তবে প্রতিপক্ষ নয়, ভারত নিজেদের নিয়ে ভাবতে চায় ৷ বিশেষ করে এই সিরিজে ভারতের বোলিং বিভাগের বাংলাদেশে খেলার অভিজ্ঞতা একেবারেই নতুন ৷ তার উপর শামি চোট পাওয়ায় একেবারেই নতুন বোলিং আক্রমণ নিয়ে নামবেন রোহিত শর্মা ৷