নয়া দিল্লি, 26 এপ্রিল : ভারতে দিন দিন বাড়ছে করোনা সংক্রমণ ৷ প্রতিদিনই গড়ে সাড়ে তিন লাখ সংক্রমিত হচ্ছেন ৷ এমন সময় ভারতের দিকে সহানুভূতির হাত বাড়িয়ে দিলেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম ৷ ভারতকে এই কঠিন সময়ে মনোবল ধরে রাখার কথা ঝড়ে পড়ল আজমের কণ্ঠে ৷ তিনি ভারতের জন্য প্রার্থনা করবেন বলেও জানিয়েছেন ৷
ভারতের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আজম টুইট করেন ৷ সেখানে একসঙ্গে এই কঠিন সময়ের বিরুদ্ধে লড়াই করার কথা শোনা যায় পাকিস্তানি ক্রিকেটারের গলায় ৷ জানান, তিনি ভারতের হয়ে প্রার্থনা করবেন ৷ তিনি একইসঙ্গে আশাবাদী দ্রুত এই পরিস্থিতি থেকে মুক্তি পাবে তাঁর প্রতিবেশি দেশ৷