পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

All Time ICC ODI Batters Rankings : সচিনকে টপকে অলটাইম ওডিআই ব়্যাঙ্কিংয়ে 15 নম্বরে উঠে এলেন বাবর আজম - Babar Azam Overtakes Sachin Tendulkar in All Time ICC ODI Batters Rankings

সচিনকে পেরিয়ে আইসিসি’র অলটাইম ওডিআই ব়্যাঙ্কিংয়ে 15 নম্বরে উঠে এসেছেন বাবর আজম (Babar Azam Overtakes Sachin Tendulkar in All Time ICC ODI Batters Rankings) ৷ 891 পয়েন্টে রয়েছেন বাবর ৷ সচিনের আইসিসি’র অলটাইম ওডিআই ব়্যাঙ্কিং (All Time ICC ODI Batters Rankings)-এ পয়েন্ট 887 ৷

Babar Azam Overtakes Sachin Tendulkar in All Time ICC ODI Batters Rankings
Babar Azam Overtakes Sachin Tendulkar in All Time ICC ODI Batters Rankings

By

Published : Apr 8, 2022, 2:46 PM IST

দুবাই, 8 এপ্রিল : আইসিসি’র অলটাইম ওডিআই ব়্যাঙ্কিং (All Time ICC ODI Batters Rankings)-এ ব্যাটারদের তালিকায় 15 নম্বরে উঠে এলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম ৷ ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে সরিয়ে তিনি 15 নম্বরে উঠে এসেছেন (Babar Azam Overtakes Sachin Tendulkar in All Time ICC ODI Batters Rankings) ৷ সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে 276 রান করেছেন তিনি ৷ সেই সুবাদেই গ্রেট সচিন তেন্ডুলকরকে সরিয়ে 15 নম্বরে উঠে এসেছেন তিনি ৷

প্রসঙ্গত, গত কয়েক বছরে স্বপ্নের ফর্মে রয়েছেন পাকিস্তান অধিনায়ক ৷ আর ঘরের মাঠে 3 ম্যাচের টেস্ট সিরিজ, একদিনের সিরিজ এবং টি-20 সিরিজে একমাত্র ব্যাটার, যিনি ধারাবাহিকভাবে রান করেছেন ৷ টেস্ট সিরিজ 0-1 ফলাফলে হারলেও বাবর 390 রান করেন তিন টেস্ট মিলিয়ে ৷ অন্যদিকে, 3 ম্যাচের একদিনের সিরিজ 2-1 এ জেতে পাকিস্তান ৷ যেখানে দু’টি সেঞ্চুরি সহ 276 রান করেন বাবর আজম ৷ আর একমাত্র টি-20 ম্যাচের সিরিজে পাকিস্তান বিশ্ব বিজেতাদের কাছে হারলেও, বাবার 46 বলে 66 রান করেন ৷

আরও পড়ুন : Yuzi Chahal's Spine Chilling Story : মদ্যপ আরসিবি ক্রিকেটার 16 তলার ব্যালকনি থেকে ঝুলিয়ে দিয়েছিলেন, ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন চাহাল

ধারাবাহিক এই ফর্মের কারণে আইসিসি’র অলটাইম ওডিআই ব়্যাঙ্কিংয়ে সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে দিয়েছেন বাবর ৷ সচিন 887 পয়েন্ট নিয়ে 15 নম্বরে ছিলেন ৷ বাবর সচিনকে টপকে 891 পয়েন্টে পৌঁছে গিয়েছেন ৷ এই মুহূর্তে আইসিসি’র অলটাইম ওডিআই ব়্যাঙ্কিংয়ে 931 পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক জাহির আব্বাস ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক গ্রেগ চ্যাপেল, 921 পয়েন্ট ৷ বিরাট কোহলি 911 পয়েন্ট নিয়ে 6 নম্বরে রয়েছেন ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details