পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Babar Azam : 'ভারত জয়ে'র পর সাজঘরে বাবরের পেপটক ভাইরাল

29 বছরের শাপমুক্তি ৷ বিশ্বকাপে ভারতকে প্রথমবার হারিয়ে যেন হাওয়ায় ভাসছেন পাক ক্রিকেটাররা ৷ যা পারেনি ইমরান, আক্রম, ইনজামামের দল, তাই করে দেখাল বাবর অ্যান্ড কোম্পানি ৷ জগদ্দল পাথরের মত চেপে থাকা একটি ট্র্যাক রেকর্ডকে ঘাড় থেকে নামিয়েও সাবধানী বাবর ৷

Babar Azam
ট্রফি জিতে থামতে চান, 'ভারত জয়ে'র পর সাজঘরে বাবরের পেপটক ভাইরাল

By

Published : Oct 25, 2021, 6:30 PM IST

দুবাই, 25 অক্টোবর : "কোহলিদের হারিয়ে সেলিব্রেট করছ খুব ভাল কথা, কিন্তু সেই সেলিব্রেশন যেন অতিরঞ্জিত না হয় ৷ কারণ আমাদের আসল লক্ষ্য বিশ্বকাপ জয় ৷" 'ভারত বধে'র পর উচ্ছ্বাসে গা না-ভাসিয়ে সাজঘরে রিজওয়ান-শাহিনদের ঠিক এই ভাষাতেই তাতালেন পাক অধিনায়ক বাবর আজম ৷

29 বছরের শাপমুক্তি ৷ বিশ্বকাপে ভারতকে প্রথমবার হারিয়ে যেন হাওয়ায় ভাসছেন পাক ক্রিকেটাররা ৷ যা পারেনি ইমরান, আক্রম, ইনজামামের দল তাই করে দেখাল বাবর অ্যান্ড কোম্পানি ৷ জগদ্দল পাথরের মত চেপে থাকা একটি ট্র্যাক রেকর্ডকে ঘাড় থেকে নামিয়েও সাবধানী বাবর ৷

কাপ জয়ের লক্ষ্যে অবিচল পাক অধিনায়ক রবিবার সীমিত সেলিব্রেশন সেরে সাজঘরে ঢুকে সতীর্থদের বললেন, "ভারতের বিরুদ্ধে এই জয় কারও একার কৃতিত্ব নয় ৷ আমরা একটা দল হিসেবে খেলেছি ৷ এটাকে যেতে দিলে হবে না ৷ সবে তো শুরু ৷ আনন্দ কর কিন্তু সেটা যেন সীমা না ছাড়িয়ে যায় ৷ আমাদের সামনে তাকাতে হবে কারণ টি-20 বিশ্বকাপ জয় আমাদের প্রধান লক্ষ্য ৷ আমাদের অবসর যাপনের জায়গা নেই ৷ 100 শতাংশ দেওয়ার জন্য তৈরি থাক ৷ দয়া করে কেউ অতিরিক্ত উচ্ছ্বাসে গা ভাসিয়ে দিও না ৷"

আরও পড়ুন : শুরুতে বুমরা নয় কেন, কোহলির সিদ্ধান্তে বেজায় অসন্তুষ্ট জাহির

বাবর আরও জানান, প্রথম ম্যাচ জিতে উচ্ছ্বাসে গা-ভাসানো তাঁদের বদ অভ্যাস ৷ মঙ্গলবারই যেহেতু কিউয়িদের বিরুদ্ধে ম্যাচ, তাই যত দ্রুত সম্ভব উচ্ছ্বাস থেকে বেরিয়ে আসতে হবে ৷ সাজঘরে বাবরের এই পেপটক দেওয়ার ভিডিয়ো শেয়ার করা হয়েছে সেদেশের ক্রিকেট বোর্ডের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ৷ মুহূর্তের মধ্যেই তা ভাইরাল ৷

ABOUT THE AUTHOR

...view details