পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: হায়দরাবাদের মাঠ কর্মীদের পাকিস্তানের জার্সি উপহার বাবর আজমের - ICC World Cup 2023

Last Day of Pakistan Team in Hyderabad: রাজীব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামের মাঠ কর্মীদের দলের জার্সি উপহার দিলেন বাবর আজম ৷ হায়দরাবাদে শেষ ম্যাচ খেলার পর মাঠ কর্মীদের ধন্যবাদ জানিয়ে এই উপহার দিলেন তিনি ৷

Image Courtesy: Twitter/X
Image Courtesy: Twitter/X

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2023, 6:10 PM IST

হায়দরাবাদ, 11 অক্টোবর: হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামের মাঠ কর্মীদের দলের জার্সি উপহার দিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম ৷ মঙ্গলবার হায়দরাবাদের মাঠে ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে 6 উইকেটে ম্যাচ জিতেছে পাকিস্তান ৷ ম্যাচ শেষে মাঠের প্রত্যেক কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করলেন পাকিস্তান অধিনায়ক ৷

মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ হায়দরাবাদে পাকিস্তানের শেষ খেলা ছিল ৷ হায়দরাবাদে শেষদিনে দুরন্ত জয়ের জন্য মাঠের প্রধান কিউরেটর এবং প্রত্যেক কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন বাবর ৷ প্রত্যেককে পাকিস্তান দলের বিশ্বকাপের জার্সি উপহার দিয়েছেন তিনি ৷ হায়দরাবাদেই পাকিস্তান তাঁদের প্রথম দু’টি বিশ্বকাপ ম্যাচ খেলেছে ৷ যার প্রথমটিকে নেদারল্যান্ডস এবং দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে 345 রান তাড়া করে জিতেছে তারা ৷ এমনকি টুর্নামেন্ট শুরুর আগে এই মাঠেই পাকিস্তানের দু’টি অনুশীলন ম্যাচ এবং দলের প্রস্তুতি ক্যাম্প করা হয় ৷

আরও পড়ুন:সুস্থ শুভমন, আমেদাবাদে দলের সঙ্গে যোগ দিতে চলেছেন ভারতীয় ওপেনার

পাক অধিনায়কের জার্সি উপহার দেওয়ার পাশাপাশি, পেসার শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, হাসান আলি এবং উইকেট-কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান পিচ কিউরেটর এবং গ্রাউন্ড স্টাফদের সঙ্গে গ্রুপ ছবি তোলেন ৷ মঙ্গলবারের ম্যাচে মহম্মদ রিজওয়ানেক অপরাজিত 131 রানের ইনিংসের দৌলতে পাকিস্তান শ্রীলঙ্কার বিরুদ্ধে 6 উইকেটে ম্যাচ জেতে ৷ ম্যাচের সেরাও হয়েছেন রিজওয়ান ৷ তাঁর সঙ্গে ওপেনার আবদুল্লা শফিক বিশ্বকাপের অভিষেক ম্যাচে সেঞ্চুরি করেছেন ৷

অন্যদিকে, শ্রীলঙ্কার হয়ে কুশল মেন্ডিস এবং সাদিরা সমরবিক্রমাও জোড়া সেঞ্চুরি করেন ৷ তাঁদের ইনিংসের জন্যই 50 ওভারে 344 রান তোল শ্রীলঙ্কা ৷ কিন্তু, শেষ 10 ওভারে 5 উইকেট হারিয়ে মাত্র 61 রান তোলে তারা ৷ যা সাংবাদিক বৈঠকে এসে বলতে শোনা যায় শ্রীলঙ্কার অফস্পিনার মহিশ তিকসানা ৷

আরও পড়ুন:দিল্লির পিচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আফগান অধিনায়কের

ABOUT THE AUTHOR

...view details