কলকাতা, 10 নভেম্বর: ইডেনে রামিজ রাজা । পাকিস্তান ক্রিকেট বোর্ডের শীর্ষপদ থেকে সদ্য সরে দাঁড়িয়েছেন তিনি । চলতি বিশ্বকাপে বর্তমানে তিনি ধারাভাষ্যের কাজে ব্যস্ত । ইডেনে এসে এদিন পাকিস্তান দলের সঙ্গে কথা বলেন তিনি। অধিনায়ক বাবর আজমের সঙ্গেও দীর্ঘক্ষণ কথা হয় তাঁর । শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে পাকিস্তান । সেই ম্যাচ নিয়ে ইডেনে কোনও উত্তাপ নেই ।
দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান ম্যাচের ধাক্কাই পাকিস্তানের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার কারণ কার্যত বিশ্বকাপ সফরের ময়নাতদন্ত করতে গিয়ে মেনেই নিলেন বাবর। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে নামার আগের দিন দলের ব্যর্থতার ময়নাতদন্ত করেন অধিনায়ক বাবর আজম । বিশ্বকাপের শেষ চারে পৌঁছতে হলে কার্যত অসম্ভবকে সম্ভব করতে হবে পাকিস্তানকে ৷ শাহিন আফ্রিদিদের এদিন অবশ্য দেখা যায়নি অনুশীলনে ৷
অঙ্কের বিচারে এখনও সুযোগ রয়েছে । 287 রানের ব্যবধানে বাবর আজমদের জিততে হবে ইংল্যান্ডের বিরুদ্ধে । দেখে অসম্ভব মনে হলেও হারার আগে হারতে চাইছে না পাকিস্তান । প্রথমদিকে ফখর জামানকে বাদ দিয়েই খেলতে নেমেছিল পাকিস্তান দল । আর এবার সেই ফখরকেই ভরসা করছেন বাবররা ।
শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে তাই তিনি বলেছেন, "এখনও একটা ম্যাচ বাকি রয়েছে । এটা ক্রিকেট, এখানে অনেক কিছুই হতে পারে । আমরা শেষ ম্যাচটা ভালো করে খেলতে চাই ।" তবে কেন এমন অবস্থা হল পাকিস্তানের? সেই প্রশ্নের উত্তরে প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে পাক অধিনায়ক বলেন, "দক্ষিণ আফ্রিকা ম্যাচটাই সমস্যা করে দিয়েছে । আর আফগানিস্তান ম্যাচের পরাজয় আমাদের এই অবস্থায় নিয়ে এসেছে । তবে যে কোনও পর্যায়ে, যে কোনও কাজে আপনার ইতিবাচক আশা থাকা উচিত ৷ আমি দৃঢ়ভাবে একথা বিশ্বাস করি।"