মুলতান, 30 অগস্ট:এশিয়া কাপের প্রথম ম্যাচেই রেকর্ড বুকে নাম তুলল পাকিস্তান ৷ বাবর আজম ও ইফতিখার আহমেদের রেকর্ড পার্টনারশিপে উদ্বোধনী ম্যাচেই নেপালকে 238 রানে হারাল 'মেন ইন গ্রিন'৷ 343 রানের টার্গেট তাড়া করেন 104 রানে গুটিয়ে যায় নেপাল ইনিংস ৷ শনিবার ক্যান্ডিতে ভারতের বিরুদ্ধে নামবে পাকিস্তান ৷
বুধবার মুলতানে ঝলমলে অনুষ্ঠানের মধ্য দিয়ে এশিয়া কাপের 'বোধন' হলেও গ্যালারি মন ভরাতে পারেনি বাবর-ইফতিখাররদের ৷ গ্যালারি না-ভরলেও বাইশ গজে ব্যাট হাতে রাজ করলেন পাক অধিনায়ক ৷ তাঁকে সঙ্গ দেন ইফতিখার ৷ আন্ডারডগ নেপালের বিরুদ্ধে টস জিতে প্রথম ব্যাটিং নেওয়া পাকিস্তানের শুরুটা ভালো হয়নি ৷ মাত্র 25 রানে দুই ওপেনারকে হারায় পাকিস্তান ৷ তারপর অধিনায়ক বাবরকে সঙ্গে দেন উইকেটকিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান ৷ কিন্তু তিনি 44 রানে ড্রেসিংরুমে ফেরার পর আরও একটি উইকেট হারায় পাকিস্তান ৷ 124 রানে 4 উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে নেপাল বোলারদের নিয়ে ছেলেখেলা করেন পাক অধিনায়ক বাবর ও ইফতিখার ৷