কাবুল, 23 অগস্ট : কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল চমকে দেওয়া ছবি ৷ হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে কাবুলের আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সদর দফতরে পৌঁছে গিয়েছিল তালিবানরা ৷ গোটা আফগানিস্তানের পাশাপাশি সেদেশের ক্রিকেট ভবিষ্যতও এখন তালিবানদের হাতে ৷ সেই ছবি ভাইরাল হওয়া ছবি দেখেই আফগান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন নেটিজেনরা ৷ তালিবানরা দেশটিকে কব্জা করার পর সবার প্রথমে আফগানিস্তান ক্রিকেট বোর্ডে বড়সড় পরিবর্তন হল ৷ সকলকে চমকে দিয়ে এসিবি (ACB)-র চেয়ারম্যান পদে প্রত্যাবর্তন হল আজিজুল্লাহ ফাজিলের ৷
এসিবি-র পক্ষ থেকে টুইট করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ৷ তারা লিখেছে, "এসিবির প্রাক্তন চেয়ারম্যান আজিজুল্লাহ ফাজলিকে বোর্ডের চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত করা হল ৷ উনি আসন্ন টুর্নামেন্টগুলিতে এসিবি-কে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বোর্ডের কাজকর্মের দেখভাল করবেন ৷" তালিবান ফেরার পর বছর দুয়েক পর আফগান ক্রিকেট বোর্ডে প্রত্যাবর্তন হল ফাজিলের ৷ 2018 সালের সেপ্টেম্বর থেকে 2019 পর্যন্ত এসিবি-র চেয়ারম্যান পদে ছিলেন তিনি ৷ সেবছর 50 ওভারের বিশ্বকাপে আফগানিস্তানের ব্যর্থতার পর তাঁকে সরিয়ে ফারহান ইউসুফজাইকে চেয়ারম্যান পদে আনা হয় ৷ কিন্তু তালিবান ফিরতেই সরানো হল ইউসুফজাইকে ৷