পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Mohammad Azharuddin: হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচনে লড়তে পারবেন না আজহার - এইচসিএ সভাপতি মহম্মদ আজাহারউদ্দিন

হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটার তালিকা থেকে সরিয়ে দেওয়া হল প্রাক্তন সভাপতি মহম্মদ আজাহারউদ্দিনের নাম ৷ অর্থাৎ নির্বাচনে আর অংশ নিতে পারবেন না তিনি ৷

সৌ: টুইটার
Mohammad Azharuddin

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2023, 10:42 PM IST

হায়দরাবাদ, 5 অক্টোবর:হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না প্রাক্তন ভারত অধিনায়ক তথা এইচসিএ সভাপতি মহম্মদ আজাহারউদ্দিন ৷ এর আগে একইসঙ্গে এইচসিএ এবং ডেকান ব্লুজ ক্লাবের সভাপতি ছিলেন আজাহার ৷ কিন্তু এবার হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে থাকাকালীন বেশকিছু নিয়ম লঙ্ঘনের অপরাধে অ্যাসোসিয়েশনের ভোটার তালিকা থেকে তাঁর নাম সরিয়ে দিল কমিটি ৷ অর্থাৎ খারিজ হয়ে গেল আজাহারের সদস্য়পদ ৷

গত মাসের 30 তারিখই এইচসিএ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল ৷ এই নির্বাচনের বিজ্ঞপ্তিটি জারি করেন এইচসিএর নির্বাচনী আধিকারিক ভিএস সম্পথ ৷ সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক, সহ-সম্পাদক, কোষাধক্ষ্যের মতো পদগুলির মনোনয়নপত্র জমা দিতে হবে 11 থেকে 13 অক্টোবরের মধ্য়ে ৷ 14 অক্টোবর মনোনয়নপত্রগুলি স্ক্রুটিনি করে দেখা হবে ৷ মনোনয়ন তুলে নেওয়ার শেষ তারিখ 16 অক্টোবর ৷ অন্যদিকে, 20 অক্টোবর আয়োজিত হবে নির্বাচনী প্রক্রিয়া ৷ আর ফলও ঘোষণা করা হবে সেদিন সন্ধ্যাতেই ৷

আজাহারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে ৷ অন্য়ান্য় সদস্যের সঙ্গে তাঁর মতপার্থক্য় এমন অবস্থায় পৌঁছয় যে, দারস্থ হতে হয় আদালতেরও ৷ সুপ্রিম কোর্ট এইচসিএ সংক্রান্ত এই সমস্যায় আগেও হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে ৷ এমনকী বেশকিছুক্ষেত্রে আদালতকে পুরো বিষয়টির তদন্তও করতে হয়েছে ৷ শেষমেশ আদালত জানিয়েছে সমস্ত রকমের জটিলতার অবসান ঘটাতে উপায় একটাই তা হল নতুন নির্বাচন ৷ সেই কারণেই নির্বাচনের জন্য় একটি বিজ্ঞপ্তি করা হয় ৷

আরও পড়ুন:সচিন-জয়সূর্য-যুবরাজদের পাশে এবার জায়গা পাবেন কে? ফিরে দেখা বিশ্বকাপের সেরা পারফর্মারদের

এর আগে সুপ্রিম কোর্ট গত বছর অগস্টে একটি কমিটি গঠনের নির্দেশ দেয় ৷ এই কমেটির প্রধান ছিলেন বিচারপতি কাকরু ৷ তাঁর দায়িত্ব ছিল হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কার্য কলাপের উপর নজর রাখা ৷ হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নিত্য নৈমিত্তিক কাজের দেখার দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটির ওপরেই ৷

ABOUT THE AUTHOR

...view details