হায়দরাবাদ, 5 অক্টোবর:হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না প্রাক্তন ভারত অধিনায়ক তথা এইচসিএ সভাপতি মহম্মদ আজাহারউদ্দিন ৷ এর আগে একইসঙ্গে এইচসিএ এবং ডেকান ব্লুজ ক্লাবের সভাপতি ছিলেন আজাহার ৷ কিন্তু এবার হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে থাকাকালীন বেশকিছু নিয়ম লঙ্ঘনের অপরাধে অ্যাসোসিয়েশনের ভোটার তালিকা থেকে তাঁর নাম সরিয়ে দিল কমিটি ৷ অর্থাৎ খারিজ হয়ে গেল আজাহারের সদস্য়পদ ৷
গত মাসের 30 তারিখই এইচসিএ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল ৷ এই নির্বাচনের বিজ্ঞপ্তিটি জারি করেন এইচসিএর নির্বাচনী আধিকারিক ভিএস সম্পথ ৷ সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক, সহ-সম্পাদক, কোষাধক্ষ্যের মতো পদগুলির মনোনয়নপত্র জমা দিতে হবে 11 থেকে 13 অক্টোবরের মধ্য়ে ৷ 14 অক্টোবর মনোনয়নপত্রগুলি স্ক্রুটিনি করে দেখা হবে ৷ মনোনয়ন তুলে নেওয়ার শেষ তারিখ 16 অক্টোবর ৷ অন্যদিকে, 20 অক্টোবর আয়োজিত হবে নির্বাচনী প্রক্রিয়া ৷ আর ফলও ঘোষণা করা হবে সেদিন সন্ধ্যাতেই ৷