মুম্বই, 2 সপ্টেম্বর: হাঁটুর চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja Ruled Out from Asia Cup) ৷ তাঁর বদলি হিসাবে স্ট্যান্ডবাই থাকা অক্ষর প্যাটেলকে 15 জনের দলে যুক্ত করা হল (Axar Patel Replaces Injured Ravindra Jadeja) ৷ আজ অল ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি অক্ষরের নাম ঘোষণা করেছে ৷ তিনি খুব শীঘ্রই এশিয়া কাপে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন ৷
বিসিসিআই এর তরফে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার ডান হাঁটুতে চোট ধরা পড়েছে ৷ যার কারণে, তিনি চলতি এশিয়া কাপ (Asia Cup 2022) থেকে ছিটকে গিয়েছেন ৷ এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন জাদেজা ৷ প্রসঙ্গত, হংকংয়ের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পান 'স্যর' জাদেজা ৷ তার পর দুবাইতে তাঁর হাঁটু স্ক্যান করা হয় ৷ সেই রিপোর্টে হাঁটুতে চোট ধরা পড়েছে ৷ তবে, সেই চোট কতটা গুরুতর তা নির্দিষ্ট করে জানানো হয়নি ৷