মেলবোর্ন, 13 ফেব্রুয়ারি : আগামী 27 মার্চ বিয়ে করছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেম ম্যাক্সওয়েল ৷ বাগদত্তা ভারতীয় বংশোদ্ভুত ভিনি রামনের সঙ্গে এ বার বিয়ে হচ্ছে তাঁর (Glenn Maxwell getting married to fiancee Vini Raman) ৷ 2020 সালে মেলবোর্নে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দু’জনের বাগদান পর্ব সারেন এই অজি ক্রিকেটার ৷
তামিলনাড়ুর ভিনি এবং অস্ট্রেলিয়ান ম্যাক্সওয়েলের বিয়ে ভারতীয় রীতি মেনে হবে বলে জানা গিয়েছে ৷ তামিল ভাষায় তাঁদের বিয়ের কার্ড ছাপা হয়েছে ৷ সেই কার্ড থেকে তেমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে ৷ মেলবোর্নের ব্ল্যাকবার্ন রোডে অবস্থিত ভোগ বলরুম হলে বিয়ের অনুষ্ঠান হবে ৷ তামিলনাড়ুর ভারতীয় বংশোদ্ভুত ভিনির জন্ম এবং বেড়ে ওঠা মেলবোর্ন শহরেই ৷ ভিনির জন্মের আগেই তাঁর বাবা রামানুজ দাসন এবং মা বিজয়ালক্ষ্মী রামন অস্ট্রেলিয়ায় চলে গিয়েছিলেন ৷ প্রসঙ্গত, ভিনি রামন প্রথম খবরে আসেন 2019 সালে ৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সেবার ম্যাক্সওয়েলের হাত ধরে ভিনিকে দেখা গিয়েছিল ৷