পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

WTC Final 2023: চোটের কবলে হ্যাজেলউড, পরিবর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অজি স্কোয়াডে নেসার - বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে

অ্যাকিলিসের চোটের কারণে ছিটকে গেলেন জস হেজলউড ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের 3 দিন আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে ৷ শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া শিবিরে যুক্ত করা হল অল-রাউন্ডার মাইকেল নেসারকে ৷

WTC Final 2023 ETV BHARAT
WTC Final 2023

By

Published : Jun 4, 2023, 10:44 PM IST

লন্ডন, 4 জুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তিনদিন আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে ৷ বর্ডার-গাভাসকর ট্রফির পর এবার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ভারতের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না জস হ্যাজেলউড ৷ আইসিসি-র তরফে দেওয়া তথ্য অনুযায়ী, চোটের কারণে 7 জুন থেকে শুরু হতে চলা ফাইনাল ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন অজি মিডিয়াম পেসার ৷ তাঁর জায়গায় 15 জনের প্রাথমিক দলে ঢুকেছেন অল-রাউন্ডার মাইকেল নেসার ৷

দীর্ঘদিন ধরে জস হ্যাজলউড অ্যাকিলিসের চোটে ভুগছেন ৷ ফলে পেস বোলার হিসেবে ছুটে এসে বল করতে গেলে সমস্যা হচ্ছে তাঁর ৷ উল্লেখ্য, এই চোটের কারণেই তিনি বর্ডার-গাভাসকর ট্রফির একটি ম্যাচও খেলতে পারেননি ৷ শেষে চোটের চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া ফিরে গিয়েছিলেন ৷ এরপর আইপিএল খেলার জন্য টুর্নামেন্ট শুরুর বেশ কয়েক সপ্তাহ পরে আরসিবি শিবিরে যোগ দেন ৷ যদিও সেখানে মাত্র 3 ম্যাচ খেলেছিলেন জস ৷ এরপর চোটের সমস্যার কারণেই পুরো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান ৷

কিন্তু, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে হ্যাজলউডের পায়ের গোড়ালির পিছনে অ্যাকিলিসের চোট অস্ট্রেলিয়া শিবিরকে চাপে ফেলে দিয়েছে ৷ এবার গুরুত্বপূর্ণ ফাইনাল থেকে ছিটকে গেলেন তিনি ৷ ইংল্যান্ডের আবহাওয়ায় হ্যাজলউডের মিডিয়াম পেস ও সুইং অজিদের সবচেয়ে বড় ভরসা ছিল ৷ ফাইনালের আগে প্রথম একাদশের নিশ্চিত একজন সদস্য ছিটকে যেতে কিছুটা হলেও চাপে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স ৷ স্পিডস্টারের জায়গায় অল-রাউন্ডার মাইকেল নেসারকে 15 জনের দলে সামিল করা হয়েছে ৷

আরও পড়ুন:আইপিএল অতীত, টেস্ট চ্যাম্পিয়ন জয়ের লক্ষ্যে জাতীয় দলের অনুশীলনে অধিনায়ক রোহিত

তবে, মাইকেল নেসারের প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম ৷ কারণ, হ্যাজলউডের জায়গায় স্কট বোল্যান্ডকে খেলাতে পারে অজি টিম ম্যানেজমেন্ট ৷ সেক্ষেত্রে পেস বোলিংয়ের নেতৃত্বে থাকবেন প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক ৷ সেই সঙ্গে স্কট বোল্যান্ড এবং ক্যামেরন গ্রিন ৷ আর একমাত্র স্পিনার হিসেবে নাথন লায়ন খেলবেন ৷ তবে, মাইকেল নেসারেরও সুযোগ পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷ তার কারণ, ইংলিশ কাউন্টিতে এই মরশুমে 19 উইকেট নিয়েছেন তিনি ৷ সেই পারফরম্যান্সের ভিত্তিতে ও পরিবেশ সম্পর্কে অবগত থাকার কারণে তাঁর ফাইনাল ম্যাচে সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকছেই ৷

ABOUT THE AUTHOR

...view details