পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

WTC Final 2023: পঞ্চমদিনে 'তাসের ঘর' ভারতীয় ব্যাটিং, রোহিতদের 209 রানে হারিয়ে টেস্টে বিশ্বসেরা অজিরা - বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বড় ব্যবধানে হার ভারতের ৷ চতুর্থদিনের লড়াইয়ের পর, পঞ্চমদিনে টিকল না বিরাট-রাহানের ডিফেন্স ৷

WTC Final 2023 ETV BHARAT
WTC Final 2023

By

Published : Jun 11, 2023, 5:13 PM IST

Updated : Jun 11, 2023, 11:01 PM IST

লন্ডন, 11 জুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হার ভারতের ৷ 209 রানের বিশাল ব্যবধানে ভারতকে হারাল অস্ট্রেলিয়া ৷ স্কট বোল্যান্ড, মিচেল স্টার্ক ও নাথন লায়নের দাপটে পঞ্চমদিনের মর্নিং সেশনের মধ্যে 234 রানে গুটিয়ে গেল ভারত ৷ সেই সঙ্গে দ্বিতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও খেতাব অধরা রয়ে গেল বিরাট-রোহিতদের ৷ দিনের শুরুতেই বিরাট কোহলি (49)-র উইকেট নিয়ে ভারতের ম্যাচ জয়ের সব আশা শেষ করে দেন স্কট বোল্যান্ড ৷ ওই ওভারের রবীন্দ্র জাদেজাকে শূন্যতে ফিরিয়ে দেন জস হ্যাজেলউডের পরিবর্ত ৷

চতুর্থদিনের শেষ দেড়-ঘণ্টায় যে লড়াইটা বিরাট কোহলি এবং অজিঙ্ক রাহানে দেখিয়েছিলেন, পঞ্চমদিনে তার ধারেকাছে পৌঁছতে পারলেন না তাঁরা ৷ দিনের শুরুতে স্কট বোল্যান্ডের পাতা ফাঁদে পা দেন বিরাট ৷ অফ-স্টাম্পের বাইরে ব্যাক-অফ লেংথ বল করে কোহলিকে সেট করেন তিনি ৷ এরপর উইকেট বলটি প্রায় চতুর্থ স্টাম্পের লাইনে সামনের দিকে করেন অজি সিমার ৷ সেই বলে দূর থেকে ব্যাট বাড়িয়ে দেন বিরাট ৷ তিনি 49 রানে ফিরে যেতেই ভারতের সব আশা ধুলোয় মিশে যায় ৷ ওই ওভারেই রবীন্দ্র জাদেজা উইকেটের পিছনে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৷

আরও পড়ুন:ওভালে 'কেলেঙ্কারি'! গ্রিনের বিতর্কিত ক্যাচ নিয়ে সোশালে সরব খোদ শুভমন

মাঝে অজিঙ্ক রাহানে এবং শ্রীকর ভরত কিছুক্ষণ অজি পেসারদের সামলান ৷ কিন্তু, সেখানেও অজিঙ্ক রাহানে (46)-এর ধৈর্য্যের বাঁধ ভাঙে ৷ স্টার্কের ব্যাক-অফ লেংথ বল কাট করতে গিয়ে উইকেট-কিপারের হাতে ক্যাচ দেন রাহানে ৷ এরপর ক্যাঙ্গারুদের জয় শুধু সময়ের অপেক্ষা ছিল ৷ নাথন লায়ন উলটোদিকে থেকে শ্রীকর ভরত (23), শার্দূল ঠাকুর (0)-এর উইকেট তুলে নেন তিনি ৷ উমেশকে আউট করেন মিচেল স্টার্ক ৷ মহম্মদ শামি (13) মাঝে কয়েকটি বাউন্ডারি মারলেও, তা ছিল প্রদীপের নিভে যাওয়ার আগ মুহূর্তে জ্বলে ওঠা ৷

আরও পড়ুন:শেষদিনে হাতে 7 উইকেট, আরও 280 রান করলেই খরা কাটবে ভারতের

মোটের উপর ছন্নছাড়া বোলিংয়ের পর, ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন শট খেলার প্রবণতায় দ্বিতীয়বারেও আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জেতা হল না ভারতের ৷ এ নিয়ে গত 10 বছরে 9টি আইসিসি টুর্নামেন্টে ব্যর্থতাই সঙ্গী হয়ে রইল ভারতের ৷ যার মধ্যে 4টে ফাইনাল ও 5টি সেমিফাইনালে হারতে হয়েছে ভারতকে ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ম্যাচের সেরা হয়েছেন ট্রাভিস হেড ৷ প্রথম ইনিংসে তাঁর 174 বলে 163 রানের ইনিংসের সুবাদেই ভারত ব্যাকফুটে চলে যায় ৷

Last Updated : Jun 11, 2023, 11:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details