মোহালি, 20 সেপ্টেম্বর: স্কোয়াডে থাকলেও বোলিং বিভাগের সেরা অস্ত্র জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) ছাড়াই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টি-20 যুদ্ধে নামল টিম ইন্ডিয়া ৷ মোহালিতে এদিন টসভাগ্যও সঙ্গ দিল না ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ৷ টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানাল সফরকারী দল (Australia win the toss and elect to field first at first) ৷ ঋষভ পন্থের (Rishabh Pant) পরিবর্তে উইকেটরক্ষক হিসেবে অভিজ্ঞ দীনেশ কার্তিকই (Dinesh Karthik) প্রথম ম্যাচে দায়িত্ব সামলাচ্ছেন উইকেটের পিছনে ৷
কুড়ি-বিশের বিশ্বকাপে অবতীর্ণ হওয়ার আগে হাতে রয়েছে মাত্র ছ'টি ম্যাচ ৷ এশিয়া কাপের ভুল শুধরে তাই বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে নিজেদের মেলে ধরতে মরিয়া 'মেন ইন ব্লু' ৷ টসের পর সে কথাই উঠে এল ভারত অধিনায়কের গলায় ৷ রোহিত বললেন, "এই সিরিজ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ৷ সব ম্যাচই আমাদের কাছে এখন বড় ম্যাচ এবং শিক্ষনীয় ৷ এশিয়া কাপের ভুলভ্রান্তি শুধরে নিজেদের মেলে ধরার সুযোগ থাকছে ৷ দল হিসেবে আমরা বিশ্বকাপের আগে নিজেদের যাচাই করে নিতে চাই ৷"
আরও পড়ুন: বলে পাকাপাকিভাবে নিষিদ্ধ হল থুথু-র ব্যবহার, একাধিক নয়া নিয়মে টি-20 বিশ্বকাপ