পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস জিতে বোলিং পাকিস্তানের - আইসিসি বিশ্বকাপ

Australia vs Pakistan in ICC World Cup: বিশ্বকাপে দু’ম্যাচ হেরে কিছুটা চাপে অস্ট্রেলিয়া ৷ আগের ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে জিতেছে তারা ৷ তবে, আজ প্রতিপক্ষ পাকিস্তান ৷ মাস্ট-উইন এই দ্বৈরথে টস হেরে আগে ব্যাট করে অজিরা ৷

Image Courtesy: Twitter/X
Image Courtesy: Twitter/X

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 1:55 PM IST

Updated : Oct 20, 2023, 2:43 PM IST

বেঙ্গালুরু, 20 অক্টোবর: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম ৷ আজ পাকিস্তান দলে একটি বদল করা হয়েছে ৷ পাকিস্তানের হয়ে প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলবেন তরুণ উসমা মীর ৷ অস্ট্রেলিয়া দলে কোনও বদল করা হয়নি ৷ ভারতের বিরুদ্ধে আমেদাবাদে হারের পর, অজিদের বিরুদ্ধে খেলতে নেমেছেন বাবররা ৷ বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে দুই দলকেই জিততে হবে ৷ 6 ওভার শেষে অস্ট্রেলিয়া বিনা উইকেটে 37 রান তুলেছে ৷

অন্যদিকে অস্ট্রেলিয়া তাদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে বেঙ্গালুরুতে পৌঁছেছে ৷ তাই শেষ ম্যাচে জয়ের আত্মবিশ্বাস ক্যাঙারুদের এই ম্যাচে এগিয়ে রাখছে ৷ তবে, বিশ্বকাপের মতো মঞ্চে মাঠের পারফর্ম্যান্সটাই আস ৷ সেখানে যেদিন যে দল নিজেদের সেরা পারফর্ম্যান্স দেবে, তারাই ম্যাচ জিতবে ৷ এ দিন টস হেরে আগে ব্যাটিং করলেও, শুরুটা ভালোই করেছে অজিরা ৷ অন্যদিকে, ম্যাচের পঞ্চম ওভারে শাহিন আফ্রিদির বলে মিড-অন ফিল্ডার উসমা মীর, ডেভিড ওয়ার্নারের হাই ক্যাচ ফেলেছেন ৷ যা পাকিস্তানের পক্ষে বুমেরাং হতে পারে ৷

আরও পড়ুন:গোড়ালির চোটে নিউজিল্যান্ড ম্যাচে নেই হার্দিক, বড় ম্যাচের আগে ধাক্কা ভারতীয় দলে

অন্যদিকে, অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের এই ম্যাচে নিরাপত্তা নিয়ে কড়াকড়ি করেছে বেঙ্গালুরু পুলিশ ৷ বিতর্কিত কোনও পোস্টার বা ব্যানার নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না বলে জানিয়ে দেওয়া হচ্ছে ৷ একমাত্র অনুমোদিত পোস্টার নিয়েই মাঠে ঢুকতে পারবেন দর্শকরা ৷ আমেদাবাদে ভারত বনাম পাকিস্তান ম্যাচে পাক ক্রিকেটাররা দর্শকদের বিদ্রুপের শিকার হয়েছিলেন ৷ ব্যাঙ্গালুরুতে তেমন পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেই কারণেই এই কড়াকড়ি বলে মনে করা হচ্ছে ৷

Last Updated : Oct 20, 2023, 2:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details