ধরমশালা, 28 অক্টোবর: আবারও ব্যাটহাতে অস্ট্রেলিয়ানদের আগ্রাসম ৷ বিশ্বকাপের মঞ্চে লাগাতার তিন ম্যাচে প্রথম ব্যাট করে সাড়ে তিনশোর বেশি রান তুলল অজিরা ৷ শনিবার ধরমশালায় নিউজিল্যান্ড বোলারদের শাসন করে 388 রান করেছেন ট্রাভিস হেডরা (67 বলে 109 রান) ৷ বাঁ-হাতি এই ওপেনার আজ প্রথম একাদশে ফিরেই সেঞ্চুরি করলেন ৷ সঙ্গে ডেভিড ওয়ার্নার 65 বলে 81 রানের ইনিংস খেলেন ৷ প্রথম উইকেটে দু’জনে মাত্র 19.1 ওভারে 175 রানের পার্টনারশিপ করেন ৷ তবে, পুরো 50 ওভার খেলতে পারেনি ক্যাঙারুরা ৷ 49.2 ওভারে 388 রানে অল-আউট হয়ে যায় অস্ট্রেলিয়া ৷
কিউয়িদের বিরুদ্ধে এ দিন শুরু থেকেই মারমুখী ছিলেন দুই অস্ট্রেলিয়ান ওপেনার ৷ ধরমশালার পিচে ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, লকি ফার্গুসন এবং জিমি নিশমদের বোলিং স্পট ধরতে দেননি ডেভিড ওয়ার্নার এবং ট্রাভিস হেড ৷ যতক্ষণ পিচে ছিলেন, শুরু থেকে শেষ পর্যন্ত বাউন্ডারি এবং ওভার-বাউন্ডারিতে কথা বলেছে দু’জনের ব্যাট ৷ প্রথম পাওয়ার-প্লে অর্থাৎ, 10 ওভার শেষে অস্ট্রেলিয়া বিনা উইকেটে 118 রান তোলে ৷ যা দেখে একটা সময় সাড়ে চারশো নিশ্চিত বলে মনে করা হচ্ছিল ৷ আর তা হলে, বিশ্বকাপের ইতিহাসে এক নয়া রেকর্ড তৈরি হত ৷ এ দিন বিশ্বকাপের মঞ্চে একটি ম্যাচে অস্ট্রেলিয়া তাদের সর্বাধিক 20 ছয় মারার রেকর্ড করেছে ৷
কিন্তু, দক্ষ স্পিনার হিসেবে মিচেল স্যান্টনার বা রাচিন রবীন্দ্র যা পারেননি, পার্টটাইম অফস্পিনার গ্লেন ফিলিপস তা করে দেখালেন এদিন ৷ কিউয়িদের হয়ে প্রথম সাফল্যটি পান তিনি ৷ ব্যাটে আসা বল বোলারের মাথার উপর দিয়ে চিপ করতে চেয়েছিলেন ৷ কিন্তু, ব্যাটের সঠিক জায়গায় বল না লাগায়, তা সোজা ফিলিপসের হাতে ক্যাচ চলে যায় ৷ ওয়ার্নার 81 রানের বিস্ফোরক ইনিংস খেলে ফেরার কিছুক্ষণের মধ্যে বোল্ড হন ট্রাভিস হেড ৷ তিনিও সেঞ্চুরি করার পরেই গ্লেন ফিলিপসের শিকার হন ৷ এমনকী স্টিভ স্মিথকেও 18 রানে প্যাভিলিয়নে পাঠান গ্লেন ৷
আরও পড়ুন:ইডেনে টস জিতে ব্যাটিং ডাচদের, বাংলাদেশ দলে ফিরলেন তাসকিন