পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: বিশ্বকাপে প্রথম আফগান সেঞ্চুরি! অজিদের সামনে বড় রানের লক্ষ্য - আইসিসি বিশ্বকাপ

Ibrahim Zadran Became First Afghan Centurion in ICC Cricket World Cup: ইব্রাহিম জাদরানের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রানের টার্গেট রাখল আফগানিস্তান ৷ সেই সঙ্গে লোয়ার-অর্ডারে দেখা গেল রাশিদ খানের স্নেক শট ৷

Image Courtesy: Afghanistan Cricket Board X
Image Courtesy: Afghanistan Cricket Board X

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2023, 5:53 PM IST

Updated : Nov 7, 2023, 6:27 PM IST

মুম্বই, 7 নভেম্বর: বিশ্বকাপের মঞ্চে প্রথম কোনও আফগানিস্তান ক্রিকেটারের সেঞ্চুরি ৷ সেই তালিকায় নাম লেখালেন ওপেনার ইব্রাহিম জাদরান ৷ সেই সঙ্গে এক নতুন অধ্যায় শুরু হল আফগান ক্রিকেটের ৷ অস্ট্রেলিয়ার মাটিতে 2015 সালে ক্রিকেট বিশ্বকাপে অভিষেক করেছিল এই দেশ ৷ সেখান থেকে 2023 বিশ্বকাপ, দু’টি সিজন পেরিয়ে তৃতীয়বারে প্রথম কোনও আফগান ব্যাটার বিশ্বকাপে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করলেন ৷ মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর 129 রানের অপরাজিত ইনিংসে ভর করে আফগানরা নির্ধারিত 50 ওভারে 291 রান তুলেছে ৷

মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজলউডদের মতো বিশ্বের তাবড় পেস বোলারদের বিরুদ্ধে ইনিংসে শুরুটা অনেক ধীর গতিতে করেছিলেন জাদরান এবং রহমানুল্লাহ গুরবাজ (21) ৷ এ দিন দ্বিতীয় উইকেটে আফগানিস্তান ব্যাটার জাদরান এবং রহমত শাহ 83 রানের পার্টনারশিপ করেন ৷ তাঁদের এই পার্টনারশিপের জেরে আফগানদের বড় রানের ভিত তৈরি হয়ে যায় ৷ শেষ পর্যন্ত খেলে আফগানিস্তানকে তিনশোর কাছাকাছি রানে পৌঁছে দেন ইব্রাহিম জাদরান ৷ আর সাত নম্বরে নেমে রাশিদ খান বিধ্বংসী ব্যাটিং-শো উপহার দেন ওয়াংখেড়েতে ম্যাচ দেখতে আসা দর্শকদের ৷ তিনি 18 বলে 35 রানের অপরাজিত ইনিংস খেলেছেন ৷

অস্ট্রেলিয়ার হয়ে একমাত্র সফল বোলার বলতে গেলে জস হ্যাজেলউড ৷ 9 ওভার 39 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন অজি মিডিয়াম-ফাস্ট বোলার ৷ টুর্নামেন্টে এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট নেওয়া অ্যাডাম জাম্পা 58 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন ৷ মিচেল স্টার্ক এবং ম্যাক্সওয়েল একটি করে উইকেট তুলেছেন ৷ আফগানিস্তানের বোলিং অ্যাটাক বিশেষত, স্পিন বোলিং খুবই শক্তিশালী এই বিশ্বকাপে ৷ রাশিদ খান ছাড়াও, মুজিব-উর-রহমান, নূর আহমেদ এবং মহম্মদ নবী রয়েছেন ৷ চার স্পিনারের পাশাপাশি, পেস বোলিং আক্রমণ সামলাবেন নবীন-উল-হক এবং আজমাতুল্লাহ ওমারজাই ৷

আরও পড়ুন:বিশ্বকাপে শ্রীলঙ্কার বিদায়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ছাড়পত্র আফগানদের

বিশ্বকাপের পয়েন্টস টেবিলের যা পরিস্থিতি তাতে, আজ ক্যাঙারুদের পরাস্ত করতে পারলে আফগানরা 4 নম্বরে উঠে আসবে ৷ সেক্ষেত্রে 8 ম্যাচ খেলে 8 পয়েন্ট নিয়ে চার নম্বরে থাকা নিউজিল্যান্ড পাঁচ নম্বরে নেমে আসবে ৷ আর পাকিস্তান পাঁচ থেকে 6 নম্বরে নেমে যাবে ৷ উল্লেখ্য, পাকিস্তান এবং নিউজিল্যান্ড 8টি ম্যাচ খেলে ফেলেছে ৷ তাদের একটি করে ম্যাচ বাকি ৷ সেখানে আফগানিস্তান আজ তাদের 8 নম্বর ম্যাচ খেলছে ৷ ফলে আজকের ম্যাচ জিতলে কিউয়ি ও পাকিস্তানের সঙ্গে সমসংখ্যক ম্যাচ খেলে দু’পয়েন্ট বেশি নিয়ে উপরের সারিতে থাকবেন শাহিদিরা ৷ সেক্ষেত্রে আমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ জিততে পারলে সেমিফাইনালে ওঠা নিশ্চিত হয়ে যাবে তাদের ৷

আরও পড়ুন:আঙুলের হাড়ে চিড়, এক ম্যাচ আগেই বিশ্বকাপ শেষ শাকিবের

Last Updated : Nov 7, 2023, 6:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details