বিশাখাপত্তনম, 19 মার্চ: মুম্বইয়ে প্রথম ওডিআই জিতে এবার বিশাখাপত্তনমে মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া ৷ টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ (Australia Selects Field First in 2nd ODI) ৷ এই ম্যাচে ভারতীয় দলের ফিরলেন অধিনায়ক রোহতি শর্মা (Rohit Sharma) ৷ সেই সঙ্গে টপ-অর্ডারের ব্যাটিং লাইন-আপেও বদল হয়েছে ভারতের ৷ প্রথম ম্যাচে ওপেন করা ঈশান কিষাণকে এই ম্যাচে বেঞ্চে বসানো হয়েছে ৷ শার্দূল ঠাকুরের বদলে দলে ফিরেছেন অক্ষর প্যাটেল । ওপেন করছেন রোহিত এবং শুভমন গিল ৷
অস্ট্রেলিয়া দলেও দু’টি বদল হয়েছে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ৷ গ্লেন ম্যাক্সওয়েল চোটের কারণে ফের ছিটকে গিয়েছেন ৷ তাঁর জায়গায় দলে এসেছেন নাথন এলিস এবং উইকেট-কিপার জস ইংগলিসের বদলে প্রথম একাদশে ফিরেছেন অ্যালেক্স কেরি ৷ বিশাখাপত্তনমের পিচ অনেক বেশি ব্যাটিং সহায়ক হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা ৷ তবে, নতুন বলে পেসাররা কিছুটা হলেও সাহায্য পেলেও পেতে পারেন ৷ তবে, টসে অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, দ্বিতীয় ইনিংসে শিশির সমস্যা না করলে, স্পিনাররা টার্ন পাবেন এই উইকেট থেকে ৷
উল্লেখ্য, ভারতের হয়ে প্রথম ম্যাচে ছন্দে দেখা শুভমন বড় রান করতে পারেননি ৷ ভারতের বাকি ব্যাটাররা নতুন বলে ওয়াংখেড়ের পিচে সমস্যায় পড়লেও, শুভমন তাঁর স্বাভাবিক ব্যাটিং করছিলেন ৷ তবে, আজ তাঁর ব্যাট থেকে চেনা ছন্দে বড় রানের অপেক্ষায় রয়েছে দল এবং ভারতীয় সমর্থকরা ৷ পাশাপাশি, অধিনায়ক রোহিত শর্মা প্রথম টেস্টে সেঞ্চুরি করার পর আর বড় রান পাননি ৷ তাঁর থেকেও আজকের দ্বিতীয় ওয়ান ডে-তে বিশেষ ইনিংসের অপেক্ষা রয়েছে সবাই ৷