আবুধাবি, 23 অক্টোবর : সদ্য সমাপ্ত আইপিএলে বল হাতে ছিলেন দুরন্ত ৷ চ্যাম্পিয়নও হয় তাঁর দল চেন্নাই সুপার কিংস ৷ জোস হ্যাজেলউডের সেই আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা গেল বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৷ অজি বোলারদের বিরুদ্ধে স্কোর বোর্ডে বড় রান করতে ব্যর্থ প্রোটিয়া ব্যাটাররা ৷ এইডেন মার্করামের লড়াইয়ে শেষ পর্যন্ত 9 উইকেট হারিয়ে স্কোর বোর্ডে 118 রান তুলেছে দক্ষিণ আফ্রিকা ৷ টি-20 বিশ্বকাপের ইতিহাসে এটাই প্রোটিয়াদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর ৷
শনিবার আবুধাবিতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হল টি-20 বিশ্বকাপের সুপার 12 ৷ শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৷ বল হাতে শুরু থেকেই প্রোটিয়া ব্যাটাদের বিরুদ্ধে আধিপত্য দেখান অজি বোলাররা ৷ 50 রানের আগেই চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকা প্রোটিয়াবাহিনী শেষ পর্যন্ত মার্করামের ব্যাটে লড়াইয়ে ফেরে ৷