পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

T20 world cup final : অধিনায়কের ধ্রুপদী ইনিংসে ফাইনালে অজিদের কঠিন লক্ষ্যমাত্রা নিউজিল্যান্ডের - অধিনায়কের ধ্রুপদী ইনিংসে ফাইনালে অজিদের কঠিন লক্ষ্যমাত্রা নিউজিল্যান্ডের

মেগা ফাইনালে উইলিয়ামসনের ধ্রুপদী ব্য়াটে অজিদের কঠিন লক্ষ্যমাত্রা দিল নিউজিল্য়ান্ড ৷ অধিনায়কের 85 রানের সৌজন্যে স্টার্ক-জাম্পা সমৃদ্ধ অস্ট্রেলিয়া বোলিং আক্রমণের সামনে স্কোরবোর্ডে বড় রান তুলল কিউয়িরা ৷

T-20 world cup final
অধিনায়কের ধ্রুপদী ইনিংসে ফাইনালে অজিদের চ্য়ালেঞ্জিং লক্ষ্যমাত্রা নিউজিল্যান্ডের

By

Published : Nov 14, 2021, 9:13 PM IST

Updated : Nov 14, 2021, 9:47 PM IST

দুবাই, 14 নভেম্বর : দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষ 13টি টি-20 ম্য়াচের 12টিই জিতেছে রান তাড়া করা দল ৷ তাই শিশির ফ্যাক্টরের কথা মাথায় রেখে ফাইনালে টস জয়ী অধিনায়ক যে বিপক্ষকে ব্যাট করতে পাঠাবেন সেটা এরপ্রকার নিশ্চিতই ছিল ৷ মেগা ফাইলনালে এদিন টস জিতে তাতে সিলমোহর দিলেন অজি অধিনায়ক অ্য়ারন ফিঞ্চ ৷ উল্টোদিকে মিতভাষী বিপক্ষ অধিনায়ক তখন না দমে হয়তো সংকল্প করছিলেন বড় রান তোলার ৷ প্রতিক্রিয়ায় জানালেন যে, টস হারলেও প্রতিপক্ষের ঘাড়ে এখন রানের বোঝা চাপানোই লক্ষ্য় তাঁর দলের ৷

বাস্তবে দেখা গেল নিজের লক্ষ্য়কেই দলের লক্ষ্য হিসেবে সেট করেছিলেন কেন ৷ কারণ মেগা ফাইনালে তাঁর ধ্রুপদী ব্য়াটেই অজিদের চ্য়ালেঞ্জিং লক্ষ্যমাত্রা দিল নিউজিল্য়ান্ড ৷ অধিনায়কের 85 রানের সৌজন্যে অস্ট্রেলিয়ার আঁটোসাঁটো বোলিং আক্রমণের সামনে 4 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 172 রান তুলল কিউয়িরা ৷ জাম্পা-হ্য়াজেলউড কৃপণ থাকলেও ফাইনালে মিচেল স্টার্ককে সাধারণ স্তরে নামিয়ে আনলেন কিউয়ি ব্যাটার ৷ অজিদের স্ট্রাইক বোলার 4 ওভারে খরচ করলেন 60 রান ৷ উইলিয়ামসনের 85 রান এল মাত্র 48 বলে ৷ আরেকটু তৎপর থাকলে হয়তো টি20 বিশ্বকাপ ফাইনালে তাঁর ব্য়াটেই প্রথম শতরান দেখত ক্রিকেটবিশ্ব ৷

তবে ডারিল মিচেলের 11 রানে ফিরে যাওয়া, মারকুটে ওপেনার মার্টিন গাপটিলের মন্থর শুরু দেখে কিউয়ি সমর্থকেরা বড় রানের আশা ছেড়েছিলেন হয়তো ৷ কিন্তু দ্বাদশ ওভারে 76 রানে দ্বিতীয় উইকেট পড়তেই বদলাতে শুরু করল চিত্রটা ৷ ম্যাক্সওয়েলকে লম্বা ছক্কা হাঁকিয়ে 16তম ওভারে মাত্র 33 বলে হাফসেঞ্চুরি করেন কেন ৷ 10টি চার, 3টি ছয়ে 48 বলে কেন যখন আউট হন দলের রান তখন দেড়শোর গোড়ায় ৷

আরও পড়ুন : ফাইনালে নিউজিল্যান্ডকেই এগিয়ে রাখছেন সৌরভ

সেইফার্টের 6 বলে 8 রানে এবং নিশম 7 বলে 13 রানে অপরাজিত থেকে দলের রানকে 172-এ পৌঁছে দেন নিশম ৷ 17 বলে 18 রানে আউট হন ফিলিপস ৷ 35 বলে 28 রান করেন গাপটিল ৷ 4 ওভারে মাত্র 16 রান দিয়ে 3 উইকেট নিয়ে স্টার্কের ব্যর্থতা ঢাকার চেষ্টা করেন হ্য়াজেলউড ৷

Last Updated : Nov 14, 2021, 9:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details