ধরমশালা, 27 অক্টোবর: শনিবার বিশ্বকাপের মঞ্চে ওশেনিয়া মহাদেশের দ্বৈরথ ৷ যেখানে মুখোমুখি দুই প্রতিবেশী অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ৷ একদিকে অস্ট্রেলিয়া, যারা প্রথম দুই ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে লাগাতার তিন ম্যাচ জিতে ফের সেমিফাইনালের দৌড়ে সামিল হয়েছে ৷ আর অন্যদিকে, পরপর চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় সবার উপরে থাকা কিউয়িরা গত 22 অক্টোবর ভারতের বিরুদ্ধে হেরে তিন নম্বরে রয়েছে ৷ একসময় টুর্নামেন্টে অপ্রতিরোধ্য নিউজিল্যান্ডের হারের পর, শনিবারের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে ৷
বিশ্বকাপের মঞ্চে প্রতিবার অজিদের সামনে আটকে যেতে হয়েছে কিউয়ি ব্রিগেডকে ৷ বিশেষত, 2015 সালে যখন দুই দেশে যৌথভাবে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করেছিল তখন ৷ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপের ম্যাচ হারতে হয়েছিল ৷ এমনকি ফাইনালেও মাইকেল ক্লার্কের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার সামনে 7 উইকেটে ফাইনালে হারতে হয় নিউজিল্যান্ডকে ৷ এবার সেই হারের রেকর্ড ভেঙে ইতিহাস তৈরির স্বপ্ন দেখছেন টম ল্যাথামরা ৷ ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং এই তিনবিভাগেই সমানভাবে ভালো পারফর্ম করছে তারা ৷
তবে, প্রথম দুই ম্যাচে ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে জয়ের রাস্তায় ফিরেছে অজিরাও ৷ তবে, শেষ তিন ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ এই বিশ্বকাপের সবচেয়ে দুর্বল দেশগুলির বিরুদ্ধে ছিল ৷ শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নেদারল্যান্ডস ৷ ফলে ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অজি ব্যাটিংয়ের যে পরীক্ষা হয়েছিল, তা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফের হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ নিউজিল্যান্ড ভারতের বিরুদ্ধে হারলেও, তাঁদের টপ ও মিডল অর্ডার রান করেছে ৷ এমনকি ধরমশালার ছোট মাঠে রাতের ম্যাচে কিউয়ি বোলাররা যথেষ্ট ভালো বোলিং করেছিলেন ৷