কেপটাউন, 26 ফেব্রুয়ারি: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ষষ্ঠবারের জন্য কুড়ি-বিশের ফরম্যাটে বিশ্বসেরা (ICC Women's T20 World Cup 2023 Final) অস্ট্রেলিয়ার মেয়েরা ৷ ঘরের মাটিচে সুখের হল না প্রোটিয়াদের প্রথম আইসিসি ফাইনালের স্মৃতি ৷ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাঠেই হারিয়ে সেরার শিরোপা তুলে নিল অজিরা ৷ প্রোটিয়াদের 19 রানে হারিয়ে জয়জয়কার অস্ট্রেলিয়ার। 2010, 2012, 2014, 2018, 2020-র পর ফের 2023-এ ক্যাঙারু বাহিনীরা নিজেদের কুড়ি ওভারের ফরম্যাটে শ্রেষ্ঠত্ব প্রমাণ করল বিশ্বের দরবারে ৷
রুদ্ধশ্বাস দুই সেমিফাইনালের পর মেয়েদের টি-20 বিশ্বকাপ পেয়ে গিয়েছিল দুই ফাইনালিস্টকে। রবিবার কেপটাউনে মহাযুদ্ধে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা ৷ এমনিতে ফাইনালে নামার আগে ধারেভারে এগিয়েই ছিল অজিরা। মহিলাদের ক্রিকেটে অজিরা এক নম্বর দল। সে তুলনায় দক্ষিণ অফ্রিকা ছিল অনভিজ্ঞ। কিন্তু ঘরের মাঠে এবার প্রোটিয়াদের পারফরম্যান্স ছিল নজরকাড়া। বিশেষ করে যেভাবে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে তাঁরা ফাইনালের টিকিট নিশ্চিত করে ৷ অন্যদিকে, সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে পৌঁছয় অজিরা ৷ কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতার জোরে স্নায়ুর চাপ সামলে খেতাব পকেটে পুরল ইয়েলো ব্রিগেড।