বার্মিংহ্যাম, 8 অগস্ট: কোভিড নিয়েই কমনওয়েলথ গেমসের ফাইনালে খেললেন অজি ক্রিকেটার তাহলিয়া ম্যাকগ্রা ৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, আইসিসি, কমনওয়েলথ গেমস ফেডারেশন তাঁকে খেলার অনুমতি দিয়েছিল (Australia Cricketer Tahlia McGrath Allowed to Play CWG Final Despite Testing COVID-19 Positive) ৷ সেই মতো তাহলিয়া ম্যাকগ্রা মাস্ক পরে মাঠে নেমেছিলেন এবং ড্রেসিংরুমের বাকি সদস্যদের থেকে আলাদা বসেছিলেন তিনি ৷ কিন্তু, মাঠে উপস্থিত ভারতীয় ক্রিকেটারদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি পুরোপুরি এড়িয়ে যাওয়া অভিযোগ উঠেছে ৷ এমনকি ম্যাচ শেষে বিজয়ী দলের সোনার পদক পরে বাকি ক্রিকেটারদের সঙ্গে ছবিও তোলেন ম্যাকগ্রা ৷
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে ম্যাচ শুরুর পর তাহলিয়া ম্যাকগ্রার কোভিড পজিটিভ হওয়ার খবর জানানো হয় ৷ তার অনেক আগেই তাঁর রিপোর্ট চলে এসেছিল ৷ জানা গিয়েছে, রবিবার তাহলিয়া ম্যাকগ্রা টিম ম্যানেজমেন্টকে তাঁর কোভিডের উপসর্গ সম্পর্কে জানিয়েছিলেন ৷ সেই মতো তাঁর পরীক্ষাও করানো হয় ৷ যে রিপোর্ট পজিটিভ আসে ৷ এর পরেও ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে ম্যাকগ্রাকে খেলানোর জন্য তৎপরতা শুরু হয়ে যায় ৷ প্রথম একাদশে ম্যাকগ্রার নামও রাখে ম্যানেজমেন্ট ৷