মোহালি, 20 সেপ্টেম্বর: রাহুল, সূর্যকুমার, হার্দিকদের ঝোড়ো ইনিংসে ভর করে এদিন প্রথমে ব্য়াট করে অস্ট্রেলিয়াকে 209 রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল টিম ইন্ডিয়া ৷ যা কুড়ি-বিশের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে এ যাবৎ সর্বোচ্চ ৷ মনে করা হয়েছিল এশিয়া কাপে অকাল বিদায়ের পর বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতিটা মেজাজেই করতে চলেছে টিম ইন্ডিয়া ৷ কিন্তু ভুল ভাঙল অচিরেই ৷ অ্যারন ফিঞ্চ নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া বোঝালো কেন তারা এই ফর্ম্যাটে বিশ্বসেরা ৷ রাহুল-পান্ডিয়াদের পালটা গ্রিন-ওয়েডের বিস্ফোরক ব্যাটিংয়ে সিরিজে 1-0 এগোল অস্ট্রেলিয়া (Australia chase down 209 runs to take lead in the series) ৷ ভারতের বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করে 4 উইকেটে জয় তুলে নিল ইয়েলো ব্রিগেড ৷ তাও আবার চার বল বাকি থাকতে ৷
বড় লক্ষ্যমাত্রা তাড়া করতে গেলে যেভাবে শুরু করা উচিৎ, এদিন সেটাই করেছিলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যারন ফিঞ্চ এবং ক্যামেরন গ্রিন ৷ যদিও অধিনায়ক ফিঞ্চের (13 বলে 22) ইনিংস লম্বা হয়নি ৷ তবে দ্বিতীয় উইকেটে অভিজ্ঞ স্টিভ স্মিথের সঙ্গে জুটিতে জয়ের রাস্তা তৈরি করে দেন গ্রিন ৷ হার্দিকের পালটা দিয়ে তাঁর 30 বলে 61 রানের ইনিংস ব্যাকফুটে ঠেলে দেয় ভারতীয় বোলারদের (Cameron Green scores 61 runs from just 30) ৷ এরপর স্মিথ (35), ম্য়াক্সওয়েল (1) এবং ইংলিশ (17) দ্রুত ফিরে গেলে ক্রিজে নামেন ম্যাথু ওয়েড ৷