কলকাতা, 10 সেপ্টেম্বর: একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ (Aaron Finch will Retire from ODI Cricket) ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের শেষ ম্যাচ খেলবেন তিনি ৷ ফলে রবিবারই আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার জার্সিতে শেষ বার মাঠে নামবেন তিনি ৷ তবে, টি20 ক্রিকেট খেলবেন ৷ আগামী মাসে অস্ট্রেলিয়ার মাঠে আয়োজিত টি20 বিশ্বকাপে ক্যাঙ্গারু ব্রিগেডকে নেতৃত্বও দেবেন ফিঞ্চ ৷
অবসর ঘোষণার পর নিজের আন্তর্জাতিক কেরিয়ারে অস্ট্রেলিয়ান দলের সকল খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছেন অ্যারন ফিঞ্চ ৷ তিনি বলেন, ‘‘ এটি একটি অসাধারণ সফর ছিল ৷ অনেক অসাধারণ স্মৃতি রয়েছে ৷ আমি খুব ভাগ্যবান যে, কয়েকটি দুর্দান্ত ওয়ান ডে দলের অংশ হতে পেরেছি ৷ পাশাপাশি আমি যাঁদের সঙ্গে খেলেছি এবং যাঁরা নেপথ্যে থেকেছেন তাদের সকলের সাহায্য পেয়েছি ৷’’
এর পরেই অ্যারন ফিঞ্চ তাঁর বিবৃতিতে বলেন, ‘‘আগামী বিশ্বকাপ জেতার জন্য নতুন অধিনায়ক তৈরি করার এটাই উপযুক্ত সময় ৷ আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই ।’’ প্রসঙ্গত, অ্যারন ফিঞ্চ এ বছর একদিনের ক্রিকেটে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি ৷ শেষ 13 ইনিংসে মাত্র 169 রান করেছেন ৷ আর শেষ 12টি ইনিংসের মধ্যে 5টিতে শূন্য রানে আউট হয়েছেন ফিঞ্চ ৷ এমনকী নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’দিন আগে খেলা একদিনের ম্যাচেও শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি ৷