পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানে জয় অজিদের, অল্পের জন্য অক্ষত ভারতের রেকর্ড - বিশ্বকাপ

বিশ্বকাপের মঞ্চে জোড়া বিশ্বরেকর্ড ৷ সবচেয়ে বেশি রানের ব্যবধানে ম্যাচ পকেটে পোরার রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া ৷ একই সঙ্গে বল হাতে সেঞ্চুরি করে ফেললেন বাস ডে লিড ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 25, 2023, 9:04 PM IST

Updated : Oct 25, 2023, 10:09 PM IST

নয়াদিল্লি, 25 অক্টোবর: সামনে ছিল নেদারল্যান্ডস ৷ আপাত সহজ ম্যাচে অল-আউট অ্যাটাকে গেল অজিরা ৷ ব্যাট হাতে তাণ্ডব চালালেন ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল ৷ বল হাতে দাপট দেখালেন অ্যাডাম জাম্পা ৷ ত্রয়ীর দাপটে কার্যত উড়ে গেল আন্ডারডগ হিসেবে ভয়ংকর হয়ে ওঠা নেদারল্যান্ডস ৷ 309 রানে কমলা জার্সিধারীদের হারিয়ে বিশ্বকাপে নয়া রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া ৷ শুধু একটিই নয়, একাধিক রেকর্ডের সাক্ষী থাকল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম ৷

বিশ্বকাপের মঞ্চে এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয় ৷ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড অল্পের জন্য অক্ষত থাকল ভারতের ৷ চলতি বছরেই 317 রানে দ্বীপরাষ্ট্রকে উড়িয়ে দিয়েছিলেন রোহিতরা ৷ বিশ্বকাপে রেকর্ড গড়লেও ওয়ান ডে ক্রিকেটে রোহিতদের ছাপিয়ে যেতে পারলেন প্যাট কামিন্সরা ৷ ডাচদের লজ্জা আরও বাড়ালেন বাস ডে লিড ৷ বিশ্বকাপের মঞ্চে প্রথম বোলার হিসেবে সেঞ্চুরি করলেন হল্যান্ডের জোরে বোলার ৷ 10 ওভার হাত ঘুরিয়ে লিড দিলেন 115 রান ৷

দলের বোলার শতরান করলেও 400 রানের বিরাট লক্ষ্য তাড়া করতে নেমে 100 পেরতে পারেনি ডাচরা ৷ 90 রানেই গুটিয়ে যায় ‘স্কট এডওয়ার্ডস অ্যান্ড কোং’ ৷ একমাত্র ওপেনার বিক্রমজিৎ সিং (25 বলে 25) ছাড়া কেউ 15 রানের গণ্ডিই টপকাতে পারলেন না ৷ শূন্য রানে ক্রিজ ছাড়লেন লোগান ভ্যান ব্রিক, রোয়েলফ ভ্যান ডার মারয়ি ও পল ভ্যান মিকেরেন ৷

আরও পড়ুন: ‘ম্যাড ম্যাক্সে’র তাণ্ডব! মার্করামের রেকর্ড ভেঙে বিশ্বকাপের দ্রুততম শতরান গ্লেনের

একনজরে বুধবারের রেকর্ডবুক:

  • মার্করামের রেকর্ড ভেঙে বিশ্বকাপের দ্রুততম শতরান গ্লেন ম্যাক্সওয়েলের
  • ওয়ান-ডে ক্রিকেটের কথা বললে দ্রুততম শতরানের রেকর্ড রয়েছে এবি ডিভিলিয়ার্সের নামে ৷ 31 বলে শতরান করে বিশ্বকে চমকে দিয়েছিলেন তিনি ৷ তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ম্যাক্সি ৷
  • 309 রানে কমলা জার্সিধারীদের হারিয়ে বিশ্বকাপে নয়া রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া ৷ বিশ্বকাপের ইতিহাসে এটিই সর্বোচ্চ রানের ব্যবধানে জয়
  • 10 ওভার হাত ঘুরিয়ে বাস ডে লিড দিলেন 115 রান ৷ ওডিআই ক্রিকেটের ইতিহাসে যা সর্বোচ্চ
  • বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার বল হাতে সেঞ্চুরি করলেন কোনও বোলার
Last Updated : Oct 25, 2023, 10:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details