পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ব্যর্থ রিচার লড়াই, ওডিআই সিরিজ জিতে হরমনপ্রীতদের বিরুদ্ধে টেস্ট হারের বদলা অজিদের - টেস্ট হারের বদলা অজিদের

IND W vs AUS W: প্রথম ম্য়াচে হারের ক্ষত দ্বিতীয় ম্যাচে আরও গভীর হল ৷ দ্বিতীয় ম্য়াচে মাত্র 3 রানে ভারতকে হারিয়ে সিরিজ পকেটে পুরল অস্ট্রেলিয়া ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2023, 9:39 PM IST

মুম্বই, 30 ডিসেম্বর:প্রথম একদিনের ম্যাচে 280'র বেশি রান তুলেও অস্ট্রেলিয়াকে রুখতে পারেননি হারমনপ্রীত কৌররা ৷ সিরিজে 1-0 ফলাফলে পিছিয়ে থাকার পর শনিবার সমতা ফেরাতে মরিয়া ছিল 'উইমেন ইন ব্লু'৷ কিন্তু সেই লক্ষ্যে অসফলই রইল মহিলা ক্রিকেট দল ৷ ট্র্যাজিক নায়িকা হয়ে রয়ে গেলেন বাংলার রিচা ঘোষ ৷ ব্যর্থ হল বল হাতে দীপ্তি শর্মার দুরন্ত স্পেলও ৷ এদিন মাত্র 3 রানে ম্য়াচ জিতে সিরিজ পকেটে পুরল অস্ট্রেলিয়া ৷

টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়াই ৷ তবে দীপ্তি শর্মার দাপুটে বোলিংয়ের সামনে সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ক্যাঙ্গারুবাহিনী ৷ উত্তরপ্রদেশের এই অলরাউন্ডার মাত্র 38 রান খরচ করে তুলে নেন 5 উইকেট ৷ শ্রিয়াঙ্কা পাতিল, পূজা বস্ত্রকর এবং স্নেহা রানাও পান একটি করে উইকেট ৷ এলিস পেরি এবং ফোবে লিচফিল্ডের জোড়া অর্ধশতরানে স্কোরবোর্ডে 8 উইকেট খুইয়ে 258 রান তোলে অজিব্রিগেড ৷ সর্বোচ্চ রান করেন লিচফিল্ড ৷ তাঁর ব্যাট থেকে আসে 63 রান ৷

259 রানের টার্গেট নিয়ে ব্যাটিং করতে নেমে শুরুতেই স্বস্তিকা ভাটিয়াকে হারায় ভারতীয় দল ৷ স্মৃতি মন্ধানা শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি ৷ তবে এক বাঙালি কন্যার ব্যাট হাতে মরিয়া লড়াইয়ের সাক্ষী রইল ওয়াংখেড়ে ৷ চোট নিয়েও নিজেকে মাঠে উজার করে দেন রিচা ঘোষ ৷ 117 বলে 96 রানের ইনিংস খেলে দলকে অনেকখানি এগিয়ে দেন তিনি ৷ যদিও আরব সাগরের তীরে জয় এনে দিতে পারেননি বঙ্গ তনয়া ৷ 13টি চোখ ধাঁধানো বাউন্ডারি দিয়ে সাজানো তাঁর এই ইনিংস সত্যিই অনেক দিন মনে রাখবেন দর্শকরা ৷

জেমিমা রড্রিগেজও এদিন ভালো সঙ্গ দেন ৷ 55 বলে তিনি করেন 44 রান ৷ কিন্তু রিচার উইকেট যেতেই ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া ৷ একপ্রান্তে একা পড়ে যান দীপ্তি ৷ বল হাতে 5 উইকেট শিকার করার পর ব্যাট হাতেও তিনি চেষ্টা করেছিলেন ৷ তবে 36 বলে 24 রানের ইনিংস ভারতের জয়ের জন্য় যথেষ্ট ছিল না ৷ শেষ পর্যন্ত 8 উইকেট হারিয়ে নির্ধারিত 50 ওভারে 255 রানে থামে ভারতের ইনিংস ৷

আরও পড়ুন:

  1. হাড্ডাহাডি ম্যাচে হরমনদের হারিয়ে একদিনের সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া
  2. সেঞ্চুরিয়নে দল হারলেও 'বিরাট' নজির, রেকর্ড গড়লেন কোহলি
  3. বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 6 নম্বরে নামল ভারত, রঞ্জি প্রস্তুতির ভিডিয়ো পোস্ট রাহানের

ABOUT THE AUTHOR

...view details