অ্যাডিলেড, 18 ডিসেম্বর : প্রাথমিক বিপর্যয় সামলে তৃতীয় উইকেটে অজিদের চোখে চোখ রেখে লড়াই করলেন জো রুট-ডেভিড মালান জুটি ৷ অ্যাসেজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন ইংল্যান্ডের প্রাপ্তি বলতে ওইটুকুই ৷ রুট ফেরার পর ইংল্যান্ডের প্রথম ইনিংসে আর বড় কোনও পার্টনারশিপ তৈরি হয়নি ৷ প্রথম ইনিংসে 237 রানে এগিয়ে থেকে তৃতীয়দিনের শেষে অস্ট্রেলিয়া 1 উইকেটে 45 ৷ সবমিলিয়ে 282 রানে পিছিয়ে থেকে অ্যাসেজের দ্বিতীয় টেস্টেও ব্যাপক কোণঠাসা 'থ্রি-লায়ন্স' (Australia 282 runs ahead at the end of day three in second test) ৷
মালানের সঙ্গে জুটিতে 138 রান তোলার পথে এদিন অর্ধশতরান করলেন ইংরেজ দলনায়ক জো রুট ৷ সেইসঙ্গে দুই কিংবদন্তি সচিন তেন্ডুলকর এবং সুনীল গাভাসকরের এক ক্যালেন্ডার ইয়ারে সর্বাধিক টেস্ট রানের নজির ভাঙলেন রুট (Joe Root overtakes Sachin Tendulkar and Sunil Gavaskar for most Test runs in a calendar year) ৷ শতরান পূর্ণ করতে পারলে তালিকায় টপকে যেতে পারতেন স্টিভ স্মিথকেও ৷ কিন্তু দ্বিতীয় সেশনের শুরুতেই 62 রানে সাজঘরে ফেরেন তিনি ৷ রুট ফিরতেই মনোসংযোগে বিঘ্ন ঘটে মালানের ৷ পরপরই 80 রানে (157) ফেরেন তিনি ৷