উজ্জয়িনী, 26 ফেব্রুয়ারি:তবে কি ফর্মে ফিরতেই সস্ত্রীক হাজির উজ্জয়িনীর মহাকালেশ্বরে (Athiya Shetty and KL Rahul Visit Mahakaleshwar)মন্দিরে ? কেএল রাহুল-আথিয়া শেট্টির বিয়ের এক মাস পূর্ণ হয়েছে দু'দিন আগেই ৷ হানিমুন তো দূর, বিয়ের পরই রাহুল জাতীয় দলে যোগ দিয়েছেন। তবে জাতীয় দলের তারকা ব্যাটার একেবারেই ফর্মে নেই। ফর্মের গেরোয় বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টের আগে তাঁকে সহ-অধিনায়কের পদ থেকেও সরানো হয়েছে ৷ তাই অনুরাগীরা মনে করছেন ইন্দোর টেস্টে ব্যাট হাতে জ্বলে ওঠার জন্যেই বুঝি বাবা মহাকালেশ্বরে পুজো দিলেন রাহুল? এদিন আথিয়া শেট্টিকে সঙ্গে নিয়ে মহাকালেশ্বর মন্দিরে গর্ভগৃহে পুজো দেন তিনি ৷
কেএল রাহুল ও আথিয়া শেট্টি এদিন মন্দিরের নবগ্রহতে গিয়ে আরতিও করেন। এরপর পুরো মন্দির চত্বরও ঘুরে দেখেন তাঁরা। বিয়ের পর এই প্রথম রাহুল ও আথিয়াকে একসঙ্গে দেখা গেল। এদিন গেরুয়া বসনে রাহুল মন্দিরে পুজো দিয়েছেন। অন্যদিকে সুনীল-কন্যা আথিয়ার পরনে ছিল হলুদ রংয়ের চুড়িদার। গত 23 জানুয়ারি সুনীল শেট্টির খান্ডালার একটি বাংলোতে বিয়ের আসর বসেছিল সেলেব জুটির।