হায়দরাবাদ, 3 মে: 'পাকিস্তানে খেলবে না ভারত। সেটা বিশ্বকাপ হোক কিংবা এশিয়া কাপ।' আগেই সাফ জানিয়ে দিয়েছিল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ফলে সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলা এশিয়া কাপের আয়োজন এখনও দোলাচলে । যদিও এর মধ্যেই জোরালো হচ্ছে, হাইব্রিড মোডে এশিয়া কাপ বাস্তবায়নের দিকটি । হাইব্রিড মোড, অর্থাৎ একই সঙ্গে দু'টি দেশে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানা গিয়েছে।
পাকিস্তানে গিয়ে খেলার বিষয়ে ভারত রাজি না-হওয়ায় ইতিমধ্যেই পালটা প্রতিক্রিয়া জানিয়েছে পিসিবি ৷ চলতি বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপ থেকেও নাম প্রত্যাহার করার হুমকি দিয়েছে পড়শি দেশের ক্রিকেট বোর্ড ৷ এরপরেও বিসিবিআই স্পষ্ট করে দিয়েছে যে, কোনও অবস্থাতেই পাকিস্তানে যাবে না 'মেন ইন ব্লু' ৷ যদিও বিসিসিআই সেক্রেটারি জয় শাহের নেতৃত্বাধীন এশিয়ান ক্রিকেট কাউন্সিল এখনও পাকিস্তানের প্রচ্ছন্ন হুমকির প্রতিক্রিয়া জানায়নি। কারণ, দু'দেশের ক্রিকেটীয় দ্বন্দ্ব বাণিজ্যিক দিকটিকে ক্ষতিগ্রস্ত করতে পারে । একটি সূত্র জানিয়েছে, বিষয়টি (পড়ুন, পাক হুমকি) নিয়ে বিসিসিআই কার্যত নির্বিকার বলে মনে হচ্ছে। এশিয়া কাপের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।"
যদিও এর মধ্যেই চলে এসেছিল দু'টি সমীকরণ । প্রথমত, এশিয়া কাপ বাতিল । চলতি বছরে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হিসেবে দেখছে এশিয়ার দেশগুলি । তাছাড়াও টুর্নামেন্ট বাতিল হয়ে গেলে রাজস্ব ক্ষতি ছাড়াও বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ফিউচার ট্যুর প্রোগ্রাম সেট করতেও সমস্যা হবে ৷ ফলে দ্বিতীয় বিকল্প হিসেবে হাইব্রিড মোডে টুর্নামেন্ট আয়োজন করার দিকটিই কার্যত জোরালো হচ্ছে ।