কলম্বো, 3 সেপ্টেম্বর:শনিবারভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। গতকাল ক্যান্ডিতে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি 50 ওভার ব্যাট করার পর পাকিস্তান ব্যাট করার সুযোগই পায়নি ৷ পাশাপাশি কলম্বোতেও গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। তাই এশিয়া কাপের পরবর্তী সুপার ফোরের যে ম্যাচগুলি রয়েছে তার ভেন্যু পরিবর্তন করা যেতে পারে ৷ বাকি ম্যাচ কোথায় হবে তা নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজক দুই দেশ (শ্রীলঙ্কা, পাকিস্তান)-র সঙ্গে আলোচনা করছে ৷
এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু ভারতীয় দল বাবর আজমদের দেশে যেতে চায়নি। তার কারণ অবশ্য পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ৷ এরপরেই শ্রীলঙ্কায় এশিয়া কাপের কিছু ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এবার বৃষ্টির প্রকোপে কলম্বোতেও ম্যাচ আয়োজন করা নিয়ে দেখা দিয়েছে আশঙ্কা। যা বৃষ্টি হচ্ছে তাতে জানা গিয়েছে, আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হতে পারে। এমন অবস্থায় ভারত-পাকিস্তান ম্যাচও পণ্ড হয়ে গিয়েছে ৷ সোমবার ভারত-নেপাল ম্যাচ। ওই ম্যাচ ঘিরেও রয়েছে বৃষ্টির আশঙ্কা। সেই কারণেই এশিয়া কাপ সরানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে ৷