দুবাই, 27 অগস্ট: রবিবার 28 অগস্ট এশিয়া কাপে (Asia Cup 2022) পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে অভিযান শুরু করতে চলেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল ৷ যে ম্যাচ খেলতে ভারতীয় দল মুখিয়ে রয়েছে ৷ সাংবাদিক বৈঠকে এসে এমনটাই জানালেন, সহ-অধিনায়ক কেএল রাহুল (Team India in Excited for Pakistan Clash) ৷ তিনি বলেন, ‘‘আমরা খুবই উত্তেজিত এবং আমরা সবসময় ভারত-পাকিস্তান ম্যাচের জন্য মুখিয়ে থাকি ৷’’
এদিন রাহুল জানান, ‘‘এই বড় টুর্নামেন্টগুলি সবসময়ই উত্তেজনাপূর্ণ হয় এবং প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস রয়েছে ৷ আর ম্যাচ সব সময় হাই-ইন্টেনসিটির হয় ৷ আমরা আমাদের ভুল থেকে শিক্ষা নিয়েছি ৷ আর এই ম্যাচে নতুনভাবে শুরু করার জন্য মুখিয়ে রয়েছি ৷’’ প্রসঙ্গত, শেষবার দুবাইতেই টি-20 বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ৷ যেখানে প্রথমবার বিশ্বকাপের যেকোনও ফরম্যাটে ভারতকে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল (India vs Pakistan) ৷ শুধু হারই নয়, 10 উইকেটে ম্যাচ হারতে হয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতকে ৷
আর তাই এবারে কোনও ভুলত্রুটি করতে নারাজ ভারত ৷ এনিয়ে কেএল রাহুল (KL Rahul) বলেন, ‘‘যে কোনও ম্যাচে হার আপনাকে কষ্ট দেয় ৷ আর সেটা বিশ্বকাপ ভারতের প্রথম হার ছিল পাকিস্তানের বিরুদ্ধেই ৷ ম্যাচের আগে আমরা খুবই উত্তেজিত ছিল ৷ এবার আমরা আরও একটা সুযোগ পেয়েছি একে অপরের মুখোমুখি হওয়ার ৷ এটা একটা প্রতিযোগিতা যাকে আমরা খেলোয়াড়ি মনোভাবের সঙ্গেই বিবেচনা করি ৷ আর মনে রাখতে হবে, প্রতিটি ম্যাচই শূন্য থেকে শুরু করতে হয় ৷’’