দুবাই, 27 অগস্ট: এশিয়া কাপে (Asia Cup 2022) মাঠে নামার আগে আরও এক ধাক্কা খেল পাকিস্তান ৷ সাইড স্ট্রেনের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন পাক পেসার মহম্মদ ওয়াসিম (Mohammad Wasim Ruled Out Due to Side Strain) ৷ প্র্যাকটিস বল করার সময় পিঠের বাঁ-দিকের পেশিতে টান লাগে তাঁর ৷ শাহিন আফ্রিদির পর এ বার আরও এক পেসার চোট পাওয়ায় ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে চাপে পাকিস্তান ৷ তাঁর বদলে হাসান আলিকে দলে নেওয়া হয়েছে ৷
পিসিবি-র তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে এ নিয়ে ৷ সেখানে বলা হয়েছে, ‘‘মহম্মদ ওয়াসিম বুধবার পাকিস্তানের অনুশীলনে বল করার সময় চোট পান ৷ সেই মুহূর্তে দলের মেডিক্যাল স্টাফরা তাঁর চিকিৎসা করেন ৷ এর পর দুবাইয়ের হাসপাতালে এমআরআই করানো হলে, পিঠের বাঁ দিকের পেশিতে চোট ধরা পড়ে ৷ চিকিৎসকদের দল ওয়াসিমের চিকিৎসা শুরু করেছে ৷ পাকিস্তানের ইংল্যান্ড সফরের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন ৷’’