পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Asia Cup 2022 চোটের কারণে এশিয়া কাপে নেই পাক পেসার ওয়াসিম, পরিবর্ত হাসান আলি - হাসান আলি

এশিয়া কাপে (Asia Cup 2022) নেই পাকিস্তানের পেসার মহম্মদ ওয়াসিম (Mohammad Wasim Ruled Out Due to Side Strain) ৷ অনুশীলনে চোট লাগার কারণে তিনি বাদ পড়েছেন ৷ তাঁর পরিবর্ত হিসাবে দলের সঙ্গে যোগ দেবেন পেসার হাসান আলি ৷

Asia Cup 2022 Pakistan Pacer Mohammad Wasim Ruled Out Due to Side Strain
Asia Cup 2022 Pakistan Pacer Mohammad Wasim Ruled Out Due to Side Strain

By

Published : Aug 27, 2022, 3:10 PM IST

দুবাই, 27 অগস্ট: এশিয়া কাপে (Asia Cup 2022) মাঠে নামার আগে আরও এক ধাক্কা খেল পাকিস্তান ৷ সাইড স্ট্রেনের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন পাক পেসার মহম্মদ ওয়াসিম (Mohammad Wasim Ruled Out Due to Side Strain) ৷ প্র্যাকটিস বল করার সময় পিঠের বাঁ-দিকের পেশিতে টান লাগে তাঁর ৷ শাহিন আফ্রিদির পর এ বার আরও এক পেসার চোট পাওয়ায় ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে চাপে পাকিস্তান ৷ তাঁর বদলে হাসান আলিকে দলে নেওয়া হয়েছে ৷

পিসিবি-র তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে এ নিয়ে ৷ সেখানে বলা হয়েছে, ‘‘মহম্মদ ওয়াসিম বুধবার পাকিস্তানের অনুশীলনে বল করার সময় চোট পান ৷ সেই মুহূর্তে দলের মেডিক্যাল স্টাফরা তাঁর চিকিৎসা করেন ৷ এর পর দুবাইয়ের হাসপাতালে এমআরআই করানো হলে, পিঠের বাঁ দিকের পেশিতে চোট ধরা পড়ে ৷ চিকিৎসকদের দল ওয়াসিমের চিকিৎসা শুরু করেছে ৷ পাকিস্তানের ইংল্যান্ড সফরের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন ৷’’

আরও পড়ুন:পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে মুখিয়ে দল, জানালেন রাহুল

তবে, মহম্মদ ওয়াসিমের পরিবর্ত হিসাবে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন ডান হাতি পেসার হাসান আলি (Hasan Ali Called As Replacement of Mohammad Wasim) ৷ তবে, পাকিস্তানের নির্বাচক কমিটির অনুমোদন এখনও পাওয়া যায়নি ৷ সেই প্রক্রিয়া সম্পন্ন হলেই, হাসান আলি দুবাই উড়ে যাবেন বলে খবর ৷ প্রসঙ্গত, টুর্নামেন্ট শুরুর সপ্তাহ তিনেক আগে পাকিস্তান বোলিংয়ের প্রধান স্তম্ভ শাহিন আফ্রিদি চোটেপ কারণে দল থেকে ছিটকে গিয়েছেন ৷ এ বার মহম্মদ ওয়াসিম সেই চোটের তালিকায় নাম লেখালেন ৷ ফলে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে, পেস বোলিং নিয়ে বেশ চিন্তায় পড়ে গিয়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট ৷

রবিবার এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান ৷ সন্ধে সাড়ে 7টা থেকে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে ৷

ABOUT THE AUTHOR

...view details