দুবাই, 5 সেপ্টেম্বর: এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের প্রথম ম্যাচে হার ভারতের ৷ শেষ ওভারের থ্রিলারে 5 উইকেটে হারল মেন ইন ব্লু (Pakistan Beats India by 5 Wickets) ৷ এ দিন প্রথমে ব্যাট করে ভারত 7 উইকেট হারিয়ে 181 রান তোলে ৷ জবাবে 1 বল বাকি থাকতে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান ৷ এ দিনের ম্যাচে বুমরা-শামিহীন ভারতীয় বোলিংকে যথেষ্ঠ দুর্বল দেখিয়েছে ৷ ম্যাচে ভারতের প্রাপ্তি বলতে দুই ওপেনার রোহিত (16 বলে 28 রান), রাহুল (20 বলে 28 রান) এবং বিরাট কোহলির (44 বলে 60 রান) ছন্দে ফেরা ৷ ম্যাচের সেরা হয়েছেন পাকিস্তানের বাঁ হাতি ব্যাটার মহম্মদ নওয়াজ ৷
পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে পর জয়ের ময়নাতদন্ত চলছে। মোক্ষম সময়ে অর্শদীপ সিংয়ের ক্যাচ মিস কাঠগড়ায়। তরুন বা হাতি পেসারের ক্যাচ ফস্কানো দেখে রাগে ফেটে পড়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। তবে শুধু অর্শদীপকে কাঠগড়ায় তুললেই হারের সঠিক ব্যাখ্যা পাওয়া যাবে না। প্রতিপক্ষ পাকিস্তান দলে চারজন হার্ড হিটার দেখেও কেন রবীচন্দ্রন আশ্বিন ডাগ আউটে থাকলেন ? সে প্রশ্ন উঠবে। কেন রবি বিষ্ণোই এবং যজুবেন্দ্র চাহাল দুজন লেগস্পিনার একাদশে রইলেন তাও প্রশ্নের উর্ধে নয়। কেন দীপক হুডাকে এক ওভারও বল দেওয়া হল না সেটাও চর্চার বিষয । বুমরা চোটের কারণে দলে নেই জেনেও মহম্মদ শামি কেন এসওএস পেলেন না তা নির্বাচক মণ্ডলী এবং টিম ম্যানেজমেন্টকে বলতে হবে। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে ভারতের তরফে বলা হয় এই হার শিক্ষনীয়। এখন ফাইনালে কোন পথে ওঠা যাবে সেই প্রশ্নই বড় হয়ে দাঁড়াচ্ছে। শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিরুদ্ধে বড় জয় স্বস্তি দেবে। বিরাট কোহলির ফর্মে ফেরা চিন্তা মুক্ত করবে। কিন্তু মিডল অর্ডারে রবীন্দ্র জাদেজার অনুপস্থিতি এবং বাকিদের ছন্দে না থাকা চিন্তায় রাখবে। ক্রিকেটের সবচেয়ে ছোট ফর্ম্যাটের খেলায় একটা দুটো ওভারে অনেক রং বদলে যায়। সেই রং বদলে প্রতিপক্ষ দুই দল সিদ্ধহস্ত। তাই ফাইনালের মায়াকাজল পড়তে হলে শর্মাজিকে কঠোর এবং বাস্তচিত হবে। তাহলেই এশিয়া কাপের ফাইনাল। নচেৎ সমালোচনার শরশয্যা।