কলম্বো, 19 মে : গতবছর পাকিস্তান থেকে সরে গিয়েছিল এশিয়া কাপ । চলতি বছরে শ্রীলঙ্কায় টি-20 ফরম্যাটের এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল । কিন্তু বর্তমানে দ্বীপরাষ্ট্রের করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে । তাই আপাতত এশিয়া কাপ আয়োজন করা সম্ভব হচ্ছে না । জানিয়ে দিয়েছে টুর্নামেন্টের আয়োজক শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সিইও অ্যাশলে ডি সিলভা । তিনি বলেছেন, "দেশে করোনা পরিস্থিতি যা তাতে এবছর জুনে এশিয়া কাপ খেলা সম্ভব নয় ।"
গতবছর পাকিস্তান ক্রিকেট বোর্ডের এশিয়া কাপ আয়োজন করার কথা ছিল । কিন্তু পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলতে চায়নি ভারত । দুই দেশের রাজনৈতিক সম্পর্কের কারণে দীর্ঘদিন ধরে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ । শুধুমাত্র আইসিসি টুর্নামেন্ট ছাড়া বাইশ গজের দুটি দেশের দেখা হয় না । বিসিসিআইয়ের আপত্তি ও পাকিস্তানে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে এশিয়া কাপ পিছিয়ে দেওয়া হয় । ঠিক হয় 2021 সালের জুন মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট । কিন্তু করোনার কারণে সেই পরিকল্পনাও জলে গিয়েছে । সংক্রমণ ঠেকাতে শ্রীলঙ্কা সরকার 10 দিনের জন্য আন্তর্জাতিক বিমান পরিষেবা নিষেধাজ্ঞা জারি করেছে ।