পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Ashwin-Jadeja Test Rankings: ব়্যাংকিংয়ে পদোন্নতি অশ্বিন-জাড্ডুর, 'অজি বধ' করে প্রথম দশে দুই স্পিনার - Ravindra Jadeja

মাইলস্টোন গড়েছেন, ঘূর্ণির ফাঁদে ফেলে নাস্তানাবুদ করেছেন অজিদের । তারই সুফল পেলেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা । বুধবার নয়া টেস্ট ব়্যাংকিং প্রকাশ করেছে আইসিসি । তাতেই পদোন্নতি হয়েছে দুই স্পিনারের (Ashwin-Jadeja in top-10 among bowler in Test rankings) ।

Ashwin-Jadeja Test Rankings
ব়্যাংকিংয়ে পদোন্নতি অশ্বিন জাড্ডুর

By

Published : Feb 22, 2023, 5:50 PM IST

দুবাই, 22 ফেব্রুয়ারি: অজি'দের বিরুদ্ধে দুরন্ত ছন্দে রয়েছেন রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন । নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্যাট 'কামিন্স অ্যান্ড কোং'কে ঘূর্ণির জালে নাকানিচোবানি খাইয়েছিলেন। এবার তারই সুফল পেলেন দু'জনে। ক্রিকেটে কুলীন ফরম্যাটে বোলারদের তালিকায় 6 ধাপ উঠে প্রথম দশে ঢুকে পড়লেন জাদেজা (Jadeja enters top-10 among bowler in Test rankings)। 2 নম্বরে রয়েছেন অশ্বিন ।

বুধবার নিয়মমাফিক সেরা খেলোয়াড়দের ব়্যাংকিং প্রকাশ করেছে আইসিসি (International Cricket Council)। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার প্রকাশিত ওই তালিকায় পদোন্নতি ঘটেছে অশ্বিন-জাদেজার । গত সপ্তাহেই দু'নম্বরে উঠে এসেছিলেন দক্ষিণী অফ-স্পিনার (Ravichandran Ashwin)। অজিদের বিরুদ্ধে দাপট দেখিয়ে একই স্থানই ধরে রেখেছেন অশ্বিন। প্রথম স্থানে থাকা বোলারের সঙ্গে অশ্বিনের পার্থক্য মাত্র দু'পয়েন্টের ।

অন্যদিকে, 2019 সালের সেপ্টেম্বরের পর বোলারদের তালিকায় প্রথম দশে ঢুকলেন 'স্যর' জাদেজা (Ravindra Jadeja)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। ম্যাচে পকেটস্থ করেছেন মোট 10টি উইকেট । তুলে নিয়েছেন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও । তারই সুবাদে পদোন্নতি। বর্তমানে 9 নম্বরে আছেন তিনি । দুই স্পিনারের পাশাপাশি বোলারদের তালিকায় প্রথম দশে রয়েছেন আরেক ভারতীয় । অজিদের বিরুদ্ধে চোটের কারণে মাঠে না-নামলেও 5 নম্বরেই রয়েছেন জসপ্রীত বুমরা। এক ও দুই নম্বরে রয়েছেন যথাক্রমে জিমি অ্যান্ডারসন ও প্যাট কামিন্স ।

ব্যাটারদের তালিকায় প্রথম দশে রয়েছেন দুই ভারতীয়। পথ দুর্ঘটনার কবলে পড়ে প্রায় দু'মাস মাঠের বাইরে ঋষভ পন্ত। স্টাম্পার-ব্যাটারকে ছাড়াই দু'টি টেস্ট খেলে ফেলেছে দল । তা সত্ত্বেও তালিকায় 6 নম্বরেই রয়েছেন তিনি। 7 নম্বরে রয়েছেন দলের অধিনায়ক রোহিত শর্মা । অন্যদিকে, অল-রাউন্ডারদের তালিকায় এক ও দুই নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। দু'ধাপ উঠে 5 নম্বরে রয়েছেন অক্ষর প্যাটেল ।

আরও পড়ুন:অজি শিবিরে ফের ধাক্কা, এবার দেশে ফিরছেন হ্যাজলউড-অ্যাগার

ABOUT THE AUTHOR

...view details