মোহালি, 1 নভেম্বর: ক্ষমা চাইলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অশোক মালহোত্রা ৷ বুধবার বাংলা বনাম অসম ম্যাচ চলাকালীন তাঁর সময়ের অসম দল নিয়ে অপমানজনক মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন প্রাক্তন এই ক্রিকেটার ৷ অশোক মালহোত্রা তাঁর সময়ের অসম দলের খেলোয়াড়দের 'দ্বিতীয় শ্রেণির নাগরিক' হিসাবে উল্লেখ করেছিলেন ৷ সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনালে অসমের বিরুদ্ধে বাংলা দলের হারের পর, এই মন্তব্য করেছিলেন তিনি ৷
ঘরোয়া ক্রিকেটে বাংলা দলের হয়ে খেলা অশোক মালহোত্রা অবসরের পর বাংলা দলের কোচও থেকেছেন ৷ গতকাল সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলাকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে অসম ৷ পূর্ব-ভারতের এই রাজ্য দলের এই জয়ের মধ্যেই একটি বিতর্কিত মন্তব্য করে বসেন অশোক ৷ বলেন, ‘‘আমাদের সময়ে অসম দলকে 'সেকেন্ড ক্লাস সিটিজেন' মনে করা হত ৷’’ তাঁর এই মন্তব্যের পরেই সমালোচনা শুরু হয় ৷ অনেকেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মুণ্ডপাত করেন ৷