কলকাতা, 1 মে : 'এভ্রিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার ৷' ছেষট্টিতে বিয়ের পিঁড়িতে বসে সে কথাই যেন আরও একবার মনে করিয়ে দিলেন অরুণ লাল ৷ সোমবার চার হাত এক হতে চলেছে বাংলার কোচ অরুণ লাল এবং বুলবুল সাহার (Arun Lal and Bulbul Saha to get married on Monday)। কলকাতার এক অভিজাত হোটেলে বসছে বিয়ের আসর। বেশ কয়েক বছর ধরেই বুলবুল ডেট করছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের সঙ্গে ৷ অবশেষে এক হচ্ছে চারহাত ৷ কিন্তু কীভাবে পাত্রীর বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন পিগিলাল ? জানালেন পাত্রী নিজেই ৷
বুলবুল সাহা এ ব্যাপারে বলেন, ''বাঙালি জামাইদের মত মাছ, মিষ্টি, গয়না নিয়েই বাবা-মা, পিসি-র সঙ্গে বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছিল অরুণ । ও তো বাঙালিই । ওর যাবতীয় কর্মকাণ্ড বাংলার মাটিতেই । বাংলার সংস্কৃতি-খাদ্য-পোশাক সমস্ত কিছু নিয়েই ভীষণ সচেতন ও ৷'' আর পাত্রীর ভবিষ্যৎ ভাবনা কী ? বিয়ের পর নিজের একটি রেস্তোরাঁ খোলার ভাবনায় রয়েছেন, জানালেন বুলবুল ৷ রান্না করতে ভালবাসেন । 2019 একটি রান্নার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি । এবার সেই রান্নাকে ঘিরেই ভবিষ্যৎ সাজাতে চাইছেন পরিকল্পনা ।