মুম্বই, 31 জুলাই: ভারতীয় দলের সাম্প্রতিক পারফর্ম্যান্স নিয়ে এবার সরব হলেন কপিল দেব ৷ একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় দলের বর্তমান ক্রিকেটাদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক ৷ বর্তমান ভারতীয় দলের মধ্য ‘ঔদ্ধত্য’ এসে গিয়েছে বলে মন্তব্য করেন তিনি ৷ এমনকী সুনীল গাভাসকরের মতো প্রাক্তন ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজে থাকা সত্ত্বেও তাঁর সঙ্গে কথা বলার প্রয়োজনবোধ করছেন না ভারতীয় ক্রিকেটাররা ৷ কপিলের এই আক্রমণের নিশানায় মূলত ভারতীয় দলের তরুণ ব্যাটারই ছিলেন ৷
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে ভারতীয় ব্যাটিংয়ের কংকালসার চেহারা বেরিয়ে এসেছে ৷ প্রথম ম্যাচে 115 রান তাড়া করতে গিয়ে 5 উইকেট পড়ে গিয়েছিল ভারতের ৷ আর দ্বিতীয় ম্যাচে দুই ওপেনার বাদে বাকিদের কারও মধ্যে প্রতিরোধের লেশমাত্র দেখা যায়নি ৷ বিশ্বকাপের দু’মাস আগে এমন ভয়াবহ পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই সরব হয়েছেন প্রাক্তনরা ৷ ভেঙ্কটেশ প্রসাদ, সাবা করিম, সুনীল গাভাসকরের পর এবার কপিল দেবও ভারতীয় ক্রিকেটারদের পারফর্ম্যান্স নিয়ে সরব হলেন ৷