পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Ranji Trophy 2022-23: রঞ্জি অভিষেকে সেঞ্চুরি, বাবার রেকর্ড ছুঁলেন অর্জুন - অর্জুন তেন্ডুলকর

রঞ্জি ট্রফির অভিষেক ম্যাচে এদিন সেঞ্চুরি করলেন সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar Scores Century on Ranji Trophy Debut) ৷ রঞ্জির 2022-23 মরশুমের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনে গোয়ার হয়ে সেঞ্চুরি করলেন তিনি ৷

Arjun Tendulkar Scores Century on Ranji Trophy Debut Emulates Father Sachin Tendulkar
Arjun Tendulkar Scores Century on Ranji Trophy Debut Emulates Father Sachin Tendulkar

By

Published : Dec 14, 2022, 5:38 PM IST

Updated : Dec 14, 2022, 6:09 PM IST

গোয়া, 14 ডিসেম্বর: বাবার রেকর্ড স্পর্শ করলেন ছেলে ৷ কথা হচ্ছে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর এবং তাঁর ছেলে অর্জুন তেন্ডুলকরের ৷ রঞ্জি ট্রফির অভিষেক ম্যাচে এদিন সেঞ্চুরি করলেন সচিন-পুত্র (Arjun Tendulkar Scores Century on Ranji Trophy Debut) ৷ রাজস্থানের বিরুদ্ধে রঞ্জির 2022-23 মরশুমের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনে গোয়ার হয়ে সেঞ্চুরি করলেন অর্জুন ৷ 120 রান করেছেন 23 বছরের বাঁ-হাতি পেস বোলিং অল-রাউন্ডার ৷ প্রসঙ্গত, 1988 সালে রঞ্জি ট্রফির অভিষেকে মুম্বইয়ের হয়ে গুজরাতের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন 15 বছরের সচিন তেন্ডুলকর ৷ অর্থাৎ, 34 বছর পর বাবার রেকর্ড ছুঁলেন অর্জুন ৷

প্রথমদিন গোয়ার উইকেট-কিপার ব্যাটার একনাথ কেরকার আউট হওয়ার পর 7 নম্বরে ক্রিজে নামেন অর্জুন ৷ গতকাল 12 বলে 4 রান অপরাজিত থাকেন তিনি ৷ আজ দ্বিতীয়দিনের সকালে গোয়া 3 নম্বর ব্যাট প্রভুদেশাইয়ের সঙ্গে 221 রানে পার্টনারশিপ করেন অর্জুন তেন্ডুলকর ৷ অর্জুন 207 বলে 120 রান করেছেন ৷ যেখানে 16টি বাউন্ডারি এবং 2টি ওভার বাউন্ডারি মেরেছেন ৷ অনিকেত চৌধুরির বলে ক্যাচ আউট হন তিনি ৷ প্রভুদেশাই 212 রান করেছেন ৷

এই দু’জনের ব্যাটে ভর করে গোয়া দ্বিতীয় দিনের শেষে 8 উইকেট হারিয়ে 493 রান তুলেছে ৷ গোয়ার হয়ে মিডল অর্ডার ব্যাটার স্নেহাল কুথানকার 59 রান করেছেন ৷ রাজস্থানের হয়ে 2টি করে উইকেট পেয়েছেন অনিকেত চৌধুরি, আরাফাত খান, কমলেশ নাগরকোটি এবং মানব সুথার ৷ প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচে সেঞ্চুরির পর, বল হাতে গোয়ার হয়ে সফল হন কিনা সচিন-পুত্র সেটাই দেখার

আরও পড়ুন:রঞ্জির প্রথম ম্যাচে ঈশানের 5 উইকেট, ব্যাটিং ব্যর্থতায় চাপে বাংলা

Last Updated : Dec 14, 2022, 6:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details