মুম্বই, 6 জানুয়ারি : 83-র ঘোর এখনও কাটেনি ৷ এবার পর্দায় আসছে ঘরের মেয়ে ঝুলন গোস্বামীর বায়োপিক ৷ শীঘ্রই শুরু হবে ছবির শুটিং ৷ তার আগে ছবির টিজার উত্তেজনা বাড়িয়ে দিল কয়েকগুণ ৷ ছবির টিজার প্রকাশ করলেন ঝুলনের চরিত্রে অভিনয় করা অনুষ্কা শর্মা ৷ ঝুলনও টুইটারে শেয়ার করেছেন টিজার ৷ নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি ৷
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে আগ্রহের অন্ত নেই তাঁর অনুরাগীদের ৷ তবে দাদা-র বায়োপিকের আগেই দর্শকের দরবারে আসছে ঝুলনের জীবন কাহিনি ৷ এই প্রথম বাংলার কোনও ক্রিকেটারের জীবন সংগ্রাম ফুটে উঠবে পর্দায় ৷ নদিয়ার চাকদা থেকে ভারতীয় দলের জার্সি গায়ে তোলা, মহিলা ক্রিকেটার হিসেবে নিজেকে চেনানোর লড়াই, এসবই ছবিতে তুলে ধরা হবে ৷ ঝুলন নিজেও ছবি নিয়ে বেজায় উত্তেজিত ৷ টুইটারে ছবির টিজার শেয়ার করেছেন বাস্তবের 'চাকদা এক্সপ্রেস' ৷
এবার আসা যাক অনুষ্কার কথায় ৷ শেষবার আনন্দ এল রাইয়ের জিরো ছবিতে শেষবার দেখা গিয়েছিল অনুষ্কাকে ৷ এরপর ঝুলন গোস্বামীর বায়োপিকের কাজ শুরু করেছিলেন ৷ ইডেন গার্ডেন্সে শুটিংও করে যান ৷ তবে অনুষ্কার প্রেগন্যান্সি ও কোভিড পরিস্থিতির কারণে ছবির কাজ থমকে গিয়েছিল ৷ গতবছর জানুয়ারিতে মা হন অনুষ্কা ৷ ক্যামেরার সামনে থেকে কিছুদিন উধাও হয়ে গিয়েছিলেন রব নে বনা দি জোড়ির নায়িকা ৷ একরত্তি মেয়েকে ছেড়ে কাজে মন দিতে চাননি ৷ কিছুদিনের মধ্যেই একবছরে পা দেবে ভামিকা ৷ অবশেষে মেয়ের জন্মদিনের আগেই অনুরাগীদের কাজে ফেরার বার্তা দিলেন বিরাট পত্নী ৷ 'চাকদা এক্সপ্রেস' নিয়ে পর্দায় ফিরছেন বিরাট পত্নী ৷