পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Anushka Sharma celebrates Halloween : কিউয়ি চ্যালেঞ্জের আগে ভারতীয় শিবিরে হ্যালোইন সেলিব্রেশনের হিড়িক - anushka sharma

বিরাট-পত্নীর উদ্যোগে নিউজিল্যান্ড ম্যাচের আগে হ্যালোইন সেলিব্রেশনে মাতলেন ভারতীয় ক্রিকেটাররা ৷ যোগ দিলেন ক্রিকেটারদের স্ত্রী-সন্তানরাও ৷ তালিকায় ছিল খুদে ভামিকাও ৷ সোশ্যাল মিডিয়ায় সেই সেলিব্রেশনের ছবি শেয়ার করলেন অনুষ্কা ৷

Anushka Sharma celebrates Halloween
অনুষ্কার উদ্যোগে ভারতীয় শিবিরে হ্যালোইন উদযাপন

By

Published : Oct 31, 2021, 12:05 PM IST

দুবাই, 31 অক্টোবর : 'হ্যালোইন' বা 'অল হ্যালোস ইভ' ৷ সেল্টিক ক্যালেন্ডারের শেষদিন অর্থাৎ, 31 অক্টোবর পূ্র্বপুরুষদের সম্মান জানাতে পাশ্চাত্য়ের দেশগুলোতে উদযাপিত হয় এই বিশেষ অনুষ্ঠান ৷ যাকে পাশ্চাত্যের ভূত চতুর্দশী বললেও খুব একটা ভুল বলা হয় না ৷ সে যাইহোক, সোশ্যাল মিডিয়ার দৌলতে বিগত বছরগুলোতে ভারতেও বেশ জনপ্রিয় হয়েছে 'অল হ্যালোস ইভ' ৷

এদিকে রবিবার হ্যালোইনের দিন দুবাইয়ে টি-20 বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্য়াচে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি ৷ আইসিসি ইভেন্টে কিউয়িরা বরাবরই শক্ত গাঁট ভারতের কাছে ৷ তাই কিউয়িদের ভূত মাথা থেকে নামাতে ভারতীয় শিবিরে হ্যালোইন সেলিব্রেশনের হিড়িক ৷ সৌজন্যে ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি অনুষ্কা শর্মা ৷

বিরাট-পত্নীর উদ্যোগে নিউজিল্যান্ড ম্যাচের আগে হ্যালোইন সেলিব্রেশনে মাতলেন ভারতীয় ক্রিকেটাররা ৷ যোগ দিলেন ক্রিকেটারদের স্ত্রী-সন্তানরাও ৷ তালিকায় ছিল খুদে ভামিকাও ৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সেলিব্রেশনের ছবি শেয়ার করলেন অনুষ্কা ৷ রীতি মেনে ক্রিকেটারদের খুদে সন্তানরা সেজেছিল ফেয়ারি ড্রেসে ৷ রোহিত কন্যা সামাইরা, অশ্বিনের দুই মেয়ে আধ্য়া এবং আখিরা, কোহলি-কন্যা ভামিকা, পান্ডিয়ার খুদে পুত্রসন্তান অগস্ত্য় সবাই চুটিয়ে উদযাপন করল হ্যালোইন ৷ ইশান কিষানও যোগ দিলেন খুদেদের ভিড়ে ৷ সেইসব ছবি শেয়ার করেছেন বলিউডের প্রযোজক-অভিনেত্রী ৷

আরও দেখুন : কিউয়িদের বিরুদ্ধে ভুবির পরিবর্তে শার্দূলকে চাইছেন কোহলির ছোটবেলার কোচ

এরপর অশ্বিনের স্ত্রী প্রীতি, রোহিত-পত্নী রীতিকার সঙ্গে ফটো সেশনে অংশ নেন অনুষ্কা ৷ ছিলেন কোহলি ও তাঁর ডেপুটিও ৷ উল্লেখ্য, টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর রবিবার কিউয়িদের বিরুদ্ধে কার্যত 'ডু অর ডাই' ম্যাচ কোহলি ব্রিগেডের ৷

ABOUT THE AUTHOR

...view details