পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Chakda Xpress Shooting Ends: চাকদা এক্সপ্রেসের শ্যুটিং জার্নি শেষে ঝুলনের সঙ্গে কেক কাটলেন অনুষ্কা - ঝুলনের সঙ্গে কেক কাটলেন অনুষ্কা

মুম্বইয়ে শেষ হল চাকদা এক্সপ্রেস-এর শ্যুটিং (Anushka Sharma announces wrap on Chakda Xpress) ৷ শ্যুটিং জার্নি শেষে ঝুলনের সঙ্গে কেক কাটলেন অনুষ্কা ৷ নেটমাধ্যমে সেই ছবি শেয়ার করে নিলেন অভিনেত্রী ৷

Chakda Xpress Shooting Ends
শ্যুটিং জার্নি শেষে ঝুলনের সঙ্গে কেক কাটলেন অনুষ্কা

By

Published : Dec 26, 2022, 9:39 PM IST

মুম্বই, 26 ডিসেম্বর:শেষ হল 65 দিনের সফর ৷ 6টি শহর ঘুরে শেষ হল চাকদা এক্সপ্রেস-এর শ্যুটিং পর্ব ৷ সোমবার নভি মুম্বইয়ে শ্যুটিংয়ের শেষদিনের বেশ কিছু মুহূর্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma announces wrap on Chakda Xpress) ৷ এদিন ডিওয়াই পাতিল স্টেডিয়ামে শ্যুটিং জার্নির সায়াহ্নে অভিনেত্রীর সঙ্গী হয়েছিলেন রিয়েল লাইফ 'চাকদা এক্সপ্রেস' ঝুলন গোস্বামী (Jhulan Goswami) ৷ উল্লেখ্য, নদিয়ার মফস্বল শহর চাকদা থেকে বিশ্বমঞ্চে ঝুলনের উত্থানকেই চলচ্চিত্রায়িত করছেন পরিচালক প্রসিত রায় (Prosit Roy) ৷

শ্যুটিং শেষে ঝুলন-অনুষ্কা

নভি মুম্বইয়ের স্টেডিয়ামে এদিন বিরাট-পত্নীর অন্তিম টেকের পর করতালি দিয়ে অভিবাদ জানান কিংবদন্তি পেসার ৷ ঝুলনের সঙ্গে কেক কেটে এদিন শ্যুটিং ব়্যাপ-আপ সেলিব্রেট করেন অভিনেত্রী, পরিচালক ৷ সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অনুষ্কা (Anushka Sharma shared pics from Chakda Xpress shooting wrap on) ৷ একাধিক ছবি শেয়ার করে রিল লাইফের ঝুলন লেখেন, "চাকদা এক্সপ্রেসের শ্যুটিং সম্পূর্ণ হল ৷ ঝুলন গোস্বামীকে ধন্যবাদ শ্যুটিংয়ের একেবারে শেষে হাততালির জন্য ৷"

কেক কেটে চলল সেলিব্রেশন

অভিনেত্রীর শেয়ার করা ছবিতে তাঁকে বাঙালি পরিচালককে আলিঙ্গন করতেও দেখা গিয়েছে ৷ প্রসঙ্গত, অক্টোবরের শেষদিকে 'চাকদা এক্সপ্রেস'-এর শ্যুটিংয়ে কলকাতায় এসেছিলেন অনুষ্কা ৷ ইডেন গার্ডেন্সে শ্যুটিং চলাকালীন বিরাটের বেটার-হাফের ছবি ভাইরাল হয়েছিল নেটমাধ্যমে ৷

আরও পড়ুন:কলকাতার পর আন্দুল, 'চাকদা এক্সপ্রেস'-র শ্যুটিং'য়ে রাজ্যে ব্যস্ত শিডিউল বিরাট-ঘরণির

প্রাথমিকভাবে ডিসেম্বরেই মুক্তি পাওয়ার কথা ছিল 'চাকদা এক্সপ্রেস'-এর ৷ কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আগামী বছর 1 ফেব্রুয়ারি ওটিটি-তে মুক্তি পাচ্ছে দেশের সর্বকালের সেরা মহিলা পেসারের বায়োপিক (Chakda Xpress set to release on February 2023) ৷ গত সেপ্টেম্বরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন যিনি ৷ অন্যদিকে 2018 জিরো-র পর ফের বড়পর্দায় অনুষ্কা ৷ মাঝে ওটিটি প্ল্যাটফর্মে বিরাট-ঘরণি প্রযোজিত 'বুলবুল' ছবিটি ব্যাপক সাড়া ফেলেছিল ৷ অভিনয় করেছিলেন তৃপ্তি দিমরি, রাহুল বোস ৷

ABOUT THE AUTHOR

...view details