মুম্বই, 18 সেপ্টেম্বর : এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের অন্দরে প্রবল হইচই ৷ টি-20 বিশ্বকাপের পরই এই ফরম্যাটের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াবেন বিরাট কোহলি ৷ কিছুদিন আগেই টুইট করে একথা জানিয়ে দিয়েছেন তিনি ৷ শোনা যাচ্ছে 50 ওভারের ফরম্যাটেও বিরাটের আসন টলমল ৷ বিরাটের নেতৃত্ব ছাড়াও টিম ইন্ডিয়ার অন্দরে বড়সড় রদবদলের সম্ভাবনা দেখা দিয়েছে ৷ টি-20 বিশ্বকাপের পরই রবি শাস্ত্রী এবং তাঁর দলবলের কার্যকাল শেষ হচ্ছে ৷ বোর্ডও নাকি শাস্ত্রীর সঙ্গে চুক্তি বাড়ানোর কথা ভাবছে না ৷ যে কারণে কোহলিদের কোচ হিসেবে একাধিক হেভিওয়েট নাম উঠে আসছে ৷ সেখানে অনিল কুম্বলের প্রত্যাবর্তনের জল্পনা যেমন উঠছে ৷ তেমনই শোনা যাচ্ছে, ভিভিএস লক্ষ্মণ, মাহেলা জয়বর্ধনের মতো ক্রিকেট ব্যক্তিত্বরাও নাকি কোচ হিসেবে বিসিসিআইয়ের ভাবনায় রয়েছেন ৷
এক্ষেত্রে কুম্বলের পাল্লা একটু ভারী ৷ সেটাই স্বাভাবিক ৷ অতীতে ভারতীয় দলের হেড কোচের পদে কাজ করেছেন এই লেগ স্পিন কিংবদন্তি ৷ অল্পদিন হলেও কোচ হিসেবে নিজেকে প্রমাণ করেছেন ৷ এই বিষয়ে সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, "ভারতীয় দলের কোচ হিসেবে কুম্বলের প্রথম পর্বটা যে দারুণ ছিল তাতে কোনও সন্দেহ নেই ৷ তবে দ্বিতীয়বার তিনি কোচ হওয়ার জন্য আবেদন করতে রাজি হবেন কি না সেটাই দেখার ৷" এতে একটা বিষয় স্পষ্ট যে একবার সায় দিলেই ভারতীয় দলের কোচ হিসেবে ফের দেখা যেতে পারে কুম্বলেকে ৷
কোচ-ক্যাপ্টেন বিবাদ