কলকাতা, 4 ডিসেম্বর : ‘‘ওয়েলকাম টু দ্য ক্লাব ৷’’ আজাজ প্যাটেলকে অভিনন্দন জানাতে টুইটারে এই লাইনটিই লিখলেন অনিল কুম্বলে (Anil Kumble on Ajaz Patel) ৷
24 বছর আগে ফিরোজ শা কোটলায় যে রেকর্ড করেছিলেন প্রাক্তন এই ভারতীয় স্পিনার ৷ সেই রেকর্ডই শনিবার ওয়াংখেড়েতে ছুঁলেন নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেল ৷ ভারতের বিরুদ্ধে তিনিও করলেন এক ইনিংসে দশ উইকেট নেওয়ার নজির ৷
যা নিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে ক্রিকেট মহলে ৷ তা নিয়েই টুইট করেন কুম্বলে ৷ সেখানেই তিনি বুঝিয়ে দিয়েছেন যে এই পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত (Anil Kumble is overwhelmed with ajaz patel perfect 10) ৷ লেখেন, ‘‘ভাল বল করেছ আজাজ প্যাটেল ৷ নিখুঁত দশের ক্লাবে স্বাগত ৷ ভারত ও নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচের প্রথম ও দ্বিতীয় দিনে এই লক্ষ্যে পৌঁছতে বিশেষ প্রচেষ্টা করেছ ৷’’