পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ভারতের বিরুদ্ধে সিরিজে নাম প্রত্যাহার করলেন অ্য়াঞ্জেলো ম্যাথিউজ - টি 20 সিরিজ

ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সীমিত ওভারের দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৷ ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি নিজের নাম তুলে নিয়েছে ৷ তবে সংবাদ সংস্থা সূত্রে খবর, ম্যাথিউজ সহ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে সীমিত ওভারের ক্রিকেটের চুক্তি থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ যা নিয়ে ক্ষুব্ধ ম্যাথিউজ শ্রীলঙ্কা ক্রিকেটকে চিঠি দিয়ে অবসরের ইচ্ছের কথা জানিয়েছেন বলে খবর ৷

angelo-mathews-opts-out-of-india-series-as-29-players-sign-tour-contracts
ভারতের বিরুদ্ধে সিরিজে নাম প্রত্যাহার করলেন অ্য়াঞ্জেলো ম্যাথিউজ

By

Published : Jul 7, 2021, 6:53 PM IST

কলম্বো, 7 জুলাই : ভারতের বিরুদ্ধে আসন্ন ওয়ান’ডে এবং টি-20 সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন শ্রীলঙ্কা দলের সিনিয়র অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৷ ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ৷ অন্যদিকে, এদিন শ্রীলঙ্কার 30 জন মনোনীত ক্রিকেটারের মধ্যে 29 জন ক্রিকেটার ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটের জন্য চুক্তিতে সই করল ৷

প্রসঙ্গত, সম্প্রতি ইংল্যান্ড সফরে যাওয়া শ্রীলঙ্কা দলের অংশ ছিলেন না 34 বছরের অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৷ গত এপ্রিল মাসে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে শেষবার মাঠে নেমেছিলেন তিনি ৷ আগামী 13 জুলাই থেকে কলম্বোয় তিন ম্যাচের ওয়ান’ডে সিরিজ দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু করেছে ভারতীয় দল ৷ যেখানে তিন ম্যাচের টি-20 সিরিজ খেলবেন শিখর ধাওয়ানরা ৷

আজ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে বলা হয়েছে, ‘‘শ্রীলঙ্কার ক্রিকেট ঘোষণা করছে 30 জন মনোনীত ক্রিকেটারের মধ্যে 29 জন ক্রিকেটারকে ভারতের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেট সিরিজের জন্য নির্বাকরা বেছে নিয়েছেন ৷ তাঁরা সবাই সফরের জন্য চুক্তি সই করেছেন ৷’’ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আরও জানিয়েছে, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, যাঁকে 30 জনের প্রাথমিক দলে রাখা হয়েছিল, তিনি ব্যক্তিগত কারণে জাতীয় দলের দায়িত্ব থেকে আপাতত অব্যাহতি চেয়েছেন ৷

আরও পড়ুন : happy birthday MS Dhoni : বিরাট, রায়না, কইফদের শুভেচ্ছায় ভাসলেন চল্লিশের মাহি

তবে, শ্রীলঙ্কা ক্রিকেটের একটি সূত্র মারফত সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ম্যাথিউজ সহ আরও বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে, যাঁদের মধ্যে টেস্ট দলের অধিনায়ক দিমুথ করুণারত্নেকেও এই চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে ৷ আর বুধবার সকালে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ প্রসঙ্গত, বোর্ডের আচরণে ক্ষুব্ধ ম্যাথিউজ এ নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটকে একটি চিঠি লিখেছেন ৷ যেখানে তিনি অবসর নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন ৷ সূত্রের খবর, কয়েক দিনের মধ্যেই তিনি অফিসিয়ালি তা জানিয়ে দেবেন ৷

ABOUT THE AUTHOR

...view details