লন্ডন, 7 ডিসেম্বর:ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-20 সিরিজের জন্য় ইংল্যান্ডের ব্যাকরুম স্টাফের তালিকায় যুক্ত হল অ্যান্ড্রু ফ্লিনটফের নাম ৷ প্রাক্তন ইংরেজ অধিনায়ক কিছুদিন আগেই পথ দুর্ঘটনার শিকার হয়েছিলেন ৷ সেই গাড়ি দুর্ঘটনার পর আবার ক্রিকেটের দুনিয়ায় ফিরতে চলেছেন তিনি ৷ বিদেশি এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ফ্লিনটফ এবার যোগ দেবেন ইংল্যান্ড দলের ড্রেসিং রুমে ৷
2005 সালে ইংল্যান্ডের অ্যাশেজ জয়ের নায়ক হয়ে উঠেছিলেন ফ্লিনটফ ৷ ব্যাট হাতে শতরান ছাড়াও বল হাতে তিনি শিকার করেন একের পর এক উইরকেট ৷ এর আগে 'দ্য হান্ড্রেড' অর্থাৎ 100 বলের ক্রিকেট টুর্নামেন্টে নর্দান সুপার চার্জার্সের কোচের দায়িত্ব পালন করেছিলেন ৷ তবে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওডিআই সিরিজে থাকছেন না তিনি ৷ এই সপ্তাহের শেষের দিকে তাঁকে বার্বাডোস উড়িয়ে নিয়ে যাওয়া হতে পারে পাঁচটি টি-20 ম্যাচের জন্য ৷
ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার বলেন, "উনি ইংল্য়ান্ডের একজন কিংবদন্তি ৷ তাঁকে দলে পাওয়া সকলের কাছেই একটি দারুণ বিষয় ৷ তাঁকে কোনও বিশেষ পদে নিয়ে আসা হচ্ছে না ৷ তিনি আমাদের সঙ্গে থাকবেন সবকিছু পর্যবেক্ষণ করবেন ৷ দলের অনেকেই তাঁর ক্রিকেটিয় মস্তিষ্কের সাহায্য পাবে ৷ এটা সত্যিই দারুণ বিষয় ৷"
ইংল্যান্ডের সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকায় ইয়ান বথামদের সঙ্গেই উচ্চারিত হয় ফ্লিনটফের নাম ৷ ফ্রেডির আগমনে খুশি দলের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনও ৷ লিয়াম বলেন, "ফ্লিনটফকে দলের সঙ্গে পাওয়াটা সত্যিই দারুণ বিষয় ৷ আমার ছোটবেলায় তো উনি আমাদের নায়ক ছিলেন ৷ তাঁর মতো একজন অভিজ্ঞ ক্রিকেটার সঙ্গে থাকলে দলের ছেলেরা অনেককিছু শিখতে পারবে বলেই দাবি করেছেন তিনি ৷" শুধু তাঁদের কাছেই নয় গোটা দেশের কাছেই ফ্লিনটফ নায়ক বলে দাবি করেছেন লিয়াম ৷ সম্প্রতি ওডিআই বিশ্বকাপে রীতিমতো নাজেহাল দশা হয়েছিল ইংরেজবাহিনীর ৷ সেই ক্ষত কাটিয়ে টি-20 সিরিজে কি ঘুরে দাঁড়াতে পারবে তারা, সেটাই এখন দেখার ৷
আরও পড়ুন:
- 'ফিক্সার বলে অপমান', লেজেন্ডস লিগে গম্ভীরের সঙ্গে ঝামেলা নিয়ে সরব শ্রীসন্থ
- বৃষ্টি মাথায় নিয়ে ডারবানে হাজির 'মেন ইন ব্লু', সিরিজে ভোগাবে না তো 'বর্ষা কাঁটা'!
- টি-20 বিশ্বকাপের নতুন লোগো সামনে আনল আইসিসি